নকল কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
রঙ ফর্সা করার নামে নকল প্রসাধনী জুস বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ‘জিসান কসমেটিকস’ নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানকালে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, ভুক্তভোগী এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল এবং রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। এসব পণ্যের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে ‘থাই’ ও ‘কোরিয়ান’ বলে প্রচার করে বিক্রি করতেন।
পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।”
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না। শনিবার (৫ জুলাই) শনিবার সকাল সোয়া ৭ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, নতুন-পুরাতন বুঝিনা, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব- নিজেদেরকে সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।উল্লেখ্য, ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ কুমিল্লায় পৃথক চারটি পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।ভোরের আকাশ/জাআ
চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।এই তথ্য নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়।দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের জন্য টিকিটের টাকা ফেরতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, “রাত ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কিছু ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। সিডিউল বাতিলের কোনো ঘটনা ঘটেনি।”তিনি আরও বলেন, “খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যাত্রীরা চাইলে নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত নিতে পারবেন।”ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী পিরোজপুর শহরে গণসংযোগ করেছেন।শুক্রবার (৪ঠা জুলাই )দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়।পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে গণসংযোগ শেষ হয়।গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা সহ সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি মো. আল আমিন সেখ, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হালিম এবং মাসুদ সাঈদীর পুত্র মো. আব্দুল্লাহ্ ইবনে মাসুদ উপস্থিত ছিলেন।মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবার দেখানো আদর্শকে বুকে ধারণ করে আমি এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ্ আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।এ সময় নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাসুদ সাঈদীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন চান।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজিজ চৌধুরী শিল্প গ্রুপের (এসি শিল্প গ্রুপ) প্রতিষ্ঠাতা ও নবজান বায়তুল মামুর চৌধুরী বাড়ী জামে মসজিদ ও আজিজ চৌধুরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী মরহুম আব্দুল আজিজ চৌধুরী'র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার (৪ জুলাই) দুপুরে আলহাজ্ব আজিজ চৌধুরী ইসলামী কমপ্লেক্স ও নবজান বায়তুল মামুর চৌধুরীবাড়ী জামে মসজিদে এ আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মরহুম আজিজ চৌধুরী বড় ছেলে এসি শিল্প গ্রুপ ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমই এর সদস্য সালাউদ্দিন চৌধুরী ও ছোট ছেলে তারেক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।জুম্মার নামাজ আদায়ের পর মরহুম আজিজ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত, মরহুমের কবর জিয়ারত ও তবারক বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ