ব্রাহ্মণবাড়িয়ায় ২ জুসের দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ট্যাংকেরপাড় এলাকায় দুটি ফলের জুসের দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে তাদেরকে জারিমানা করা হয়।জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।অভিযানকালে দেখা যায়, নাফিস জুস এবং রকমারী জুস হাউস নামক ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির দুটো দোকানে অপরিচ্ছন্ন দই, বরফ ইত্যাদি দ্বারা জুস তৈরী করা হচ্ছিল। প্রস্তুতকৃত জুস যথাযথভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হচ্ছিল না। সর্বোপরি প্রতিষ্ঠান দুটো স্বাস্থ্যকর উপায়ে জুস তৈরি করছিল না।এ প্রেক্ষিতে নাফিস জুস হাউসকে ১২ হাজার টাকা এবং রকমারী জুস হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।ভোরের আকাশ/জাআ
১০ জুলাই ২০২৫ ১১:৪৭ পিএম
নকল কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
রঙ ফর্সা করার নামে নকল প্রসাধনী জুস বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ‘জিসান কসমেটিকস’ নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। অভিযানকালে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, ভুক্তভোগী এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল এবং রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। এসব পণ্যের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে ‘থাই’ ও ‘কোরিয়ান’ বলে প্রচার করে বিক্রি করতেন।পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।”ভোরের আকাশ/জাআ
০২ জুলাই ২০২৫ ০৫:২৩ পিএম
সাড়ে ৭ টাকার ঔষধ ৩৫০ টাকা! ৪০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার ঔষধ ৩৫০ টাকা বিক্রয়ের অভিযোগ উঠে এক ফার্মেসীর বিরুদ্ধে। জান্নাত ফার্মেসি নামক এই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমারশীল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কুমারশীল মোড় এলাকায় অবস্থিত জান্নাত ফার্মেসী নামক ওষুধের দোকানে গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জরুরী প্রয়োজনীয় একটি দেশীয় ঔষধ (ইনজেকশন) যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা, কিনতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক তার নিকট হতে ৩৫০ টাকা দাবি করেন। গভীর রাত হওয়ায় এবং পার্শ্ববর্তী অন্যান্য ফার্মেসি বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট ভোক্তার নিকট এই অন্যায্য দাবি করেন। বিষয়টি সংশ্লিষ্ট ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাই (বুধবার) সরেজমিনে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের নিকট বিদেশি ঔষধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রয় ম্যামো সরবরাহ করছিল না মর্মে প্রতিয়মান হয়। অভিযানকালে তাৎক্ষণিকভাবে কয়েকজন ভোক্তা তাদের বিরুদ্ধে কৃত্রিম সংকটকালে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অভিযোগ করেন। জান্নাত ফার্মেসি প্রতিষ্ঠানটির মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্ম হতে বিরত থাকার প্রতিজ্ঞা করেন। এ প্রেক্ষিতে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং চূড়ান্তভাবে সতর্ক করা হয়। অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীনসহ ৫ আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।ভোরের আকাশ/আজাসা
০২ জুলাই ২০২৫ ০৩:৫২ পিএম
পিরোজপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরের কাউখালিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ভেজাল খাদ্য বিক্রির দায়ে চিত্ত কুন্ড নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৩ জুন) বিকেলে কাউখালি উত্তর বাজার এলাকার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা আদালত পরিচালনা করেন।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি মাসে মোবাইল ল্যবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য পরিক্ষা করে। সেই অভিযানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের একটি দল পিরোজপুরের কাউখালিতে একটি অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার উত্তর বাজার এলাকার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে খাদ্য পরিক্ষা করে সেখানে বিক্রির জন্য রাখা ঘি পরিক্ষা করে তার মধ্যে ভেজালের অস্তিত্ব পায়। তাছাড়া ঘি এর কোন নিবন্ধন অর্থাৎ বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দোকান ব্যবসায়ী চিত্ত কুন্ডকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, আমাদের মাসিক অভিযানে উপজেলার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ নিরাপদ খাদ্য আইনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২৩ জুন ২০২৫ ০৮:৩১ পিএম
ডিমলায় অতিরিক্ত বাস ভাড়া, ৪ পরিবহণকে জরিমানা
জেলার ডিমলা উপজেলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে চার পরিবহণ কোম্পানিকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ডিমলা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৃষ্টি পরিবহণ, এনা পরিবহণ, জহুরুল পরিবহণ ও কাজী পরিবহণের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পরিবহণ ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির কারণ ছিল। অভিযানের ফলে স্বস্তি ফিরেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানান।এ বিষয়ে সহকারী কমিশনার ফারজানা আক্তার বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’ভোরের আকাশ/এসএইচ
১৩ জুন ২০২৫ ১২:২৩ পিএম
মহাসড়কে অবৈধ পার্কিং, দুই বাস চালককে জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে অবৈধ গাড়ি পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ২ বাসচালককে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আযহাকে কেন্দ্র করে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ২ বাস চালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য চালকদের সতর্ক করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৭ ও ৯০ ধারায় অবৈধভাবে পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৯:২১ পিএম
বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুরে বাস ও অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দূরপাল্লার বিনিময় বাস, প্রান্তিক বাস, জামালপুর ও শেরপুরগামী বাস, উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাড়া যাচাই করা হয়। এ সময় ভাড়া তালিকা লঙ্ঘন ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ১৪টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ অভিযানে মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।ভোরের আকাশ/এসএইচ