নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০১:৪১ এএম
নারায়ণগঞ্জে বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ সদরের মিশন পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা।
বৃহস্পতিবার ২২ মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ-এর নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আলোকে নারায়ণগঞ্জ মিশন পাড়া এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি ও বেকারি দোকানে অভিযান পরিচালনা করে দেখা যায়,বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫ ধারা লঙ্ঘন করেছে। আইন অমান্য করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
ভোরের আকাশ/হ.র