বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৯:০৭ পিএম
বরগুনায় ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশে নিয়োগ পেলেন ১২ তরুণ
তদবির বা ঘুষ ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বরগুনা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১২ জন তরুণ। মাত্র ১২০ টাকার সরকারি আবেদন ফিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল সেডে ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগপ্রাপ্তদের পরিবারে বইছে আনন্দের বন্যা।
এই নিয়োগ প্রক্রিয়া পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরগুনা জেলায় ১২টি পদের বিপরীতে মোট ৭৩২ জন প্রার্থী আবেদন করেন।
প্রাথমিকভাবে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই শেষে ২৪৯ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৮ জন, যার মধ্যে ২০ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা।
একজন নবনিয়োগপ্রাপ্ত বলেন, “বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া যেন অসম্ভব। সেখানে আমরা মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে চাকরি পেয়েছি। এটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।”
এ বিষয়ে পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, “শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। মাত্র ১২০ টাকা ব্যাংক ড্রাফট ফি দিয়েই প্রার্থীরা চাকরি পেয়েছেন। আমি বিশ্বাস করি, তারা ভবিষ্যতে পুলিশের গর্বিত সদস্য হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।”
ভোরের আকাশ/জাআ