টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ১২:২৩ এএম
টাঙ্গাইলে ডামি নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও ডামি নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে ভূঞাপুর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন বিএনপি নেতা কামরুল হাসান। মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী কামরুল হাসান (৫৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের বাসিন্দা এবং অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি অভিযোগ করেন, ভারতের ইন্ধনে শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা মিলে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন আয়োজন করেন।
বাদীর দাবি, তিনি নিজের ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোটারদের ওপর হামলা চালায়, তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। এরপর পুলিশের সহযোগিতায় ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করা হয়।
এর মাধ্যমে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিজয়ী ঘোষণা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
আসামিদের তালিকা
মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে রয়েছেন:
এছাড়া মামলায় বিভিন্ন পর্যায়ের পুলিশ, প্রিজাইডিং অফিসার, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের নামও রয়েছে। মোট ১৯৩ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী, টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ভূঞাপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট।
ভোরের আকাশ//হ.র