পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ০৬:২৬ পিএম
সংগৃহীত ছবি
পিরোজপুরে ক্যান্সারে আক্রান্ত এক নারী বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। স্বামী দিন মজুর। বাঁচার আকুতি নিয়ে বিত্তবানদের কাছে সহানুভূতির হাত বাড়িয়েছেন।
পিরোজপুর জেলার সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এক সাধারণ দিনমজুরের পরিবার আজ বাঁচার জন্য লড়ছে—শুধু বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুর জন্য। দীর্ঘ এক বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দিনমজুর বাচ্চু মৃধার স্ত্রী রেবা বেগম।
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ডেলটা হাসপাতালে চলমান চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। যেখানে বাচ্চু মৃধা প্রতিদিন ভোর থেকে রাত অবধি কাজ করেও কোনো রকমে সংসার চালান, সেখানে স্ত্রীর চিকিৎসা ব্যয় তার সাধ্যের অনেক বাইরে।
রেবা বেগমের সংসারে রয়েছে তিনটি সন্তান। তাদের চোখে আজ স্বপ্নের কোনো রঙ নেই, রয়েছে শুধুই উদ্বেগ আর অনিশ্চয়তা। মায়ের পাশে দাঁড়িয়ে তাদের একটি প্রশ্ন "মা, তুমি কি বাঁচবে?"
কিন্তু সেই প্রশ্নের উত্তর আর দিতে পারছেন না মা, পারছেন না বাবা।
চিকিৎসকদের মতে, রেবা বেগমের জীবন বাঁচাতে হলে নিয়মিত কেমোথেরাপি ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতেই হবে। চিকিৎসার কোনো ব্যত্যয় হলে রোগটি আরও জটিল হয়ে উঠবে এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।
দিনমজুর বাচ্চু মৃধা বলেন, আমি দিনমজুর মানুষ, তিন ছেলেকে নিয়ে স্ত্রীকে বাঁচানোর লড়াই করছি। আপনারা পাশে না দাঁড়ালে আমার স্ত্রীকে হয়তো আর বাঁচাতে পারব না। সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, একটু সাহায্য করুন।
তার চিকিৎসা ও জীবন রক্ষায় সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছে পরিবারটি। মানবিক দায়বদ্ধতা থেকে আপনার ছোট একটি সহযোগিতাও হতে পারে এই অসহায় পরিবারের জন্য আশার আলো। সাহায্য পাঠাতে যোগাযোগ:
রেবা বেগমের ছেলে এনামুল ইসলাম মুন্না
মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট): 01609-942124
ভোরের আকাশ/জাআ