রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৬:৩৪ পিএম
রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল গ্রামের ব্যবসায়ী নেয়ামুল মোল্লা ও হালিম মোল্লার বাড়িতে গত ১১জুন বুধবার রাত সাড়ে ৯টায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাড়িসহ আসবাবপত্র ভষ্মীভূত হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডের ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকার বলে দাবি করেছেন ব্যবসায়ী নেয়ামুল মোল্লা।
ভোরের আকাশ/আজাসা