চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১০:১২ পিএম
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে দেড় কেজি কোকেন উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার (৬ জুন) সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে অভিযান চালিয়ে কোকেন উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তখুটি ৬৯ নং হতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাতলা গ্রামে অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যরা পেয়ারাতলা গ্রামের সরকার পোল্ট্রি ফার্মের সামনে পাঁকা রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে আসামীবিহীন অবস্থায় ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে।
ভোরের আকাশ/এসএইচ