নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়নে সম্পৃক্ত করতে হবে: রিজওয়ানা হাসান
নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যে পাঁচ লাখ গাছ লাগানো হবে, তা দেশি গাছ নির্বাচন করা হয়েছে। এই গাছগুলো প্রচুর প্রাণীকে আশ্রয় দেবে। গাছগুলো শুধু সবুজ করার জন্য নয়, আমরা ভালো অক্সিজেন পাবো, দূষণ কমবে, পাখির আশ্রয় হবে যারা এই গাছগুলো লাগাবে, তাদের গাছের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে।
আমরা গাছগুলো লাগিয়েই বসে থাকবো না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করবো। আমাদের নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
আজ রোববার (২৫ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে বলি, ‘২০ হাজার গাছ কেটে ৪০ হাজার গাছ লাগাবো।’ এজন্য আমাদের এতো বড় বড় বিপত্তি হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থায় ফেরত আনতে পারেন, কিন্তু সবটা ফেরত আনতে পারবেন না। বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না।
আমরা এতোই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম, আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে, এখন আমাদের তা সংশোধনের কাজ করতে হচ্ছে। আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস প্রায় প্রাকৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে নিজের স্বার্থেই।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে একটি মানববন্ধন আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলা স্কাউট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ বি এম ফখরুজ্জামান।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত সময়ে চারবার সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অথচ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তিনি অভিযোগ করেন, গত ২২ মে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বহিরাগতদের মাধ্যমে একটি মানববন্ধন করে যা সরাসরি আমার ও কমিটির মানহানি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে আঘাত হানে।তিনি আরও দাবি করেন, যারা আগের আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই বর্তমানে পদে আসতে না পেরে বিরূপ অপপ্রচার চালাচ্ছে। মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা, এমদাদ হাওলাদার, জিয়াউল হক মাঝী, আমিনুল হক মিয়া প্রমুখ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন।সংবাদ সম্মেলনে ফখরুজ্জামান বলেন, মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা একজন রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি এবং বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি। অন্যদিকে এমদাদ হাওলাদারকে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি আজীবনের জন্য বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই কুচক্রী মহল একাধিকবার বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান দলিল ও অর্থ আত্মসাৎ করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং: ৭১/২৫ সিআর) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।ভোরের আকাশ/জাআ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও সমস্যা সমাধানের লক্ষ্য হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নিতে ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি।রোববার (২৫ মে) বিকালে হাসপাতালে পরিদর্শনে যান তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছোবহানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।এসময় ইউএনও আবু আবদুল্লাহ খান হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন, নেন সার্বিক চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ। সংশ্লিষ্টদের রোগীর সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।হাসপাতালে ভর্তি রোগী ইদ্রিস হোসেন জানান, পেটে ব্যাথা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগের তুলনায় অনেকটা চিকিৎসার মান উন্নত হয়েছে। ঔষধপত্র ঠিক মতো পাচ্ছেন। তবে, কিছু সমস্যা রয়েছেও বলে জানান সে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান পরিদর্শনকালে বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে সৌজন্যমূলক কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শোনা হয়। এছাড়াও হাসপাতালের সমস্যা সমাধান করে সেবারমান আরও বাড়ানোর আশ্বাস দেন।ভোরের আকাশ/এসআই
নওগাঁর মান্দায় গনেশপুর ইউনিয়নের সতীহাটে কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে দুই জন আহত হয়েছে।রোববার (২৫ মে) সকালে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।আহতরা হলেন-মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে পারভেজ (২৬) এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে কালাম (৩৮)।প্রতক্ষ্যদর্শীরা জানান, সতীহাটে সপ্তাহে ৩ দিন কলা বেচা-কেনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টার দিকে সতীহাট কলাহাটিতে কলা কেনা-বেচার এক পর্যায়ে কালাম নামে এক কলা ব্যাবসায়ী কলা কেনার পর তা কলার পাতা দিয়ে ঢেকে রাখেন। সেখান থেকে পারভেজ নামের এক কলা ব্যাবসায়ী অনুমতি ছাড়াই দু’টো কলার পাতা নেয়। এতে কালাম ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করার সময় তার হাতে থাকা কলার কাঁধি কাটা হাসুয়া লেগে পারভেজের পিঠ কেটে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পারভেজের বাবা আতোয়ার রহমান ১০ থেকে ১৫ জন লোক ডেকে এনে কালামের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আহতদের উভয়কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো।ভোরের আকাশ/এসআই
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।রবিবার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার ভূমি অফিসের কাছে সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, সঞ্চালন করেন ইউনিয়ন (ভূমি) সহকারী কমিশনার আজিজুল হক। পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলআমিন ও গীতা পাঠ করেন টিপু শিল।প্রধান অতিথি বলেন, ভূমি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি জনগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানসহ ক্রয়কৃত জমির নামজারি সম্পন্ন করার আহবান জানান। তিনি ভূমি মেলায় স্থাপিত সেবামূলক স্টল পরিদর্শনপূর্বক জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।এ সময় ভূমি সেবা সপ্তাহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, নান্দাইল বাজার কমিটির সভাপতি হাফেজ মোঃ ফজলুল হক, সাবেক পৌরসভার মেয়র আজিজুল ইসলাম পিকুল, জামাতের সভাপতি সামছুউদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান খোকন, সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক হান্নান মাহমুদ।সহকারী কমিশনার ফয়জুর রহমান বলেন, ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলা'র আয়োজন।উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়। যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়।মেলার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, নান্দাইল। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।ভোরের আকাশ/জাআ