সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৭:০২ পিএম
বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি ও ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে: ইদ্রিস মিয়া
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি ও ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে৷ তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নাই। এখন আমাদের দাবি আদায় করে নিতে হবে।
সোমবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। বক্তব্যটি ভাইরাল হওয়ার পরপরই এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে, বুধবার (১১ জুন) বিকাল ৩ টায় সাতকানিয়া পৌরসভাস্থ এরাবিয়ান কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়ার সাংগঠনিক ইউনিট বিএনপির উদ্যোগে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অপর একটি বক্তব্যে তিনি আরও বলেন, আমি আমার উপজেলায় আমার ক্ষমতাবলে যত রকমের সরকারি বরাদ্দ আছে তার ৮০ ভাগ নিয়ে নিছি। আমি বলেছি আমারটা আগে দেন, পরে অন্য ব্যবস্থা করেন। আগামী জুলাই থেকে এ ধরনের উন্নয়নমূলক বরাদ্দগুলো আবার চালু হবে। সেগুলো আপনাদেরকে আদায় করে নিতে হবে। যদি আদায় করে নিতে না পারেন জামায়াত-শিবির যদি এগুলো হস্তক্ষেপ করে নিয়ে নেয়, তাহলে আমরা ভোটের মার্কেটে গিয়ে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হব। এটা আপনাদের খেয়াল রাখতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাকের সঞ্চালনায় এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
ভোরের আকাশ/জাআ