পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৩:১৫ এএম
পাথরঘাটায় ডেঙ্গুতে শ্রমিকের মৃত্যু, বাড়ছে মৃত্যুর সংখ্যা
বরগুনার পাথরঘাটা পৌরসভায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল মোল্লা (৩৫) নামে এক আইস ফ্যাক্টরির শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) ভোর ৫ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাইফুল মোল্লা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি আইস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায়ও কাজে যোগ দিয়েছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারান। এরপর তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
পাথরঘাটা উপজেলায় চলতি মৌসুমে এ নিয়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত জেলায় ৩ হাজার ৫২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সরকারিভাবে জেলায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর কথা বলা হলেও, বিভিন্ন বেসরকারি সূত্রে জানা যায়, চলতি বছর অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের কেউ কেউ স্থানীয় হাসপাতালে, কেউবা ঢাকা বা অন্যান্য হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালের সিঁড়ি, বারান্দা এমনকি রিসেপশন কক্ষেও রোগীদের বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
ভোরের আকাশ/জাআ