রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৬:১৬ পিএম
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানি রিভলবার উদ্ধার
রাজবাড়ীর সদর উপজেলার গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদস্যরা।
সোববার (২ জুন) দিবাগত আনুমানিক রাত ২টার দিয়ে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত রিভলবারটি পাকিস্তানের তৈরি। উদ্ধারকৃত অস্ত্রটি রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে সেখানে এলো বা কারা এটি ফেলে রেখে গেছে—সে বিষয়ে তদন্ত চলছে।
ভোরের আকাশ/জাআ