পদ্মার দুই ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে পড়েছে এক জোড়া বড় সাইজের ইলিশ। প্রায় ৩ কেজি ওজনের এই দুটি মাছ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়, যা স্থানীয় বাজারে সাড়া ফেলে দিয়েছে।
বুধবার (১৪ মে) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দু’টি ক্রয় করেন। একটি ইলিশের ওজন ১ কেজি ৯০০ গ্রাম এবং অন্যটি ১ কেজি ৮০০ গ্রাম।
পরবর্তীতে তিনি ইলিশ দুটি অনলাইনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন, যার মোট মূল্য দাঁড়ায় ১৫ হাজার ৯১০ টাকা।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, এই মৌসুমে পদ্মা নদীতে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এত সুন্দর ওজনের ইলিশ দু’টি পেয়ে ক্রেতারাও খুব আগ্রহ দেখাচ্ছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের বারোমারী বিওপি টহল দল তাদের আটক করে।বিজিবির পক্ষ থেকে বুধবার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), কালু মিয়ার ছেলে দুলাল উদ্দিন (৩১) ও চর রানীনগর এলাকার আব্দুল বাশিরের ছেলে শাহাবুল (২১)।বিজিবি জানিয়েছে, তারা নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতো। গেল রাতে ভারত থেকে দেশে ফেরার সময় আটক হয় তারা। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ভোরের আকাশ/এসআই
স্থায়ী ক্যাম্পাসের বন্দোবস্ত না হওয়ায় শুরু থেকেই আবাসন সংকটে ভুগছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গেলো বছর ৪ ডিসেম্বর (২০২৪) আবাসন সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করে হল বরাদ্দের আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল আবাসিক হল ভাড়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৪ এপ্রিল ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় অস্থায়ী ক্যাম্পাসের আশেপাশে অথবা শহরের সুবিধাজনক স্থানে একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল ভাড়া নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগ—সিএসই, আইসিটি এবং ব্যবসায় প্রশাসন বিভাগে মোট ২৭০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিটি বিভাগে সর্বোচ্চ আসন সংখ্যা ৩০ জন।ইউজিসির এ অনুমোদনের পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি “হল ভাড়া গ্রহণ কমিটি” গঠন করেছে। উক্ত কমিটিকে আসন্ন ঈদের পূর্বে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে দুটি হল ভাড়া গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ এই প্রতিবেদককে জানান, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আগামী ঈদের পূর্বে নতুন আবাসন সুবিধা চালু হবে। এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলমান। এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। ভোরের আকাশ/এসআই
ময়মনসিংহে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। অভিযানে দুই শতাধিক দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।বুধবার (১৪ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীকে নিয়ে নগরীর সানকিপাড়া বাজারের রেলওয়ের দুই পাশে এ অভিযান চলে। জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। তবে দখলকারীরা বলছেন, উচ্ছেদ অভিযান হবে তা জানলেও গুরুত্ব না দেওয়ায় মালামাল সরাননি। যার কারণে সবকিছুই গুড়িয়ে দেয়া হয়েছে। দোকান ও মালামাল হারানোয় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।রেল বিভাগের কর্মকর্তারা জানান, রেলওয়ের জায়গা রক্ষা করা এবং এখানে ট্রেন চলাচল ঝুকিমুক্ত করার জন্যই এমন অভিযান চালানো হয়ে। রেলের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তারা সিদ্ধান্ত নিবেন সে জায়গা ব্যবসায়ীদের পূনরায় লিজ দেয়া যায় কিনা। নগরীর অন্যান্য রেলওয়ের জায়গাতেও এমন অভিযান চালানো হবে।স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, প্রায় ৫০ বছরের পুরনো সানকিপাড়া রেলক্রসিং বাজার। এখানে শতশত ব্যবসায়ী ব্যবসা করেন। কোন কিছুই দখল করা ঠিক না। সরকারি জায়গা হলে তা একসময় উচ্ছেদ হবেই। জনস্বার্থে এমন অভিযানকে সাধুবাদ জানাই।তবে ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়া বলেন, প্রায় ৩০ বছর যাবতএখানে ব্যবসা করে সংসার চালাচ্ছি। নিয়মিত খাজনাও দিয়ে আসছি। কিন্তু আজকে জানতে পারলাম তা রেলের জায়গা। জায়গাটি নিজের মনে করে মালামাল সরাইনি। কিন্তু ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ বলেন, রেলের জায়গা একটি প্রভাবশালী মহল যুগযুগ ধরে তাদের দখলে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়েছে। আমি মন্ত্রণালয়ের নির্দেশ নিয়ে অভিযান চালিয়েছি। আমরা প্রথমে জায়গাটি খালি করে পরে সিদ্ধান্ত নিব সেটি ব্যবসায়ীদের কাছে লিজ দেয়া যায় কিনা। অভিযান অব্যাহত থাকবে।উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, থানাপুলিশ, আনসার ও রেলওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন। ভোরের আকাশ/এসআই
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সোবহানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বুধবার (১৪ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি কলেজ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুস সোবহানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তাঁর স্মৃতি এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা।ভোরের আকাশ/এসএইচ