ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে এবং রামিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ জুলাই) দুপুরে কাউখালীর উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উজিয়ালখান এলাকায় রামিন বেকারীতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিক কে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ দৈনিক ভোরের আকাশকে জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইন শৃঙ্খলায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।
এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে চিতলমারীর কৃতি সন্তান কাশীনাথ বৈরাগীকে যুগ্ম আহবায়ক পদে অন্তর্ভুক্ত করায় উপজেলা আহবায়ক কমিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলার আহবায়ক জহরলাল সরকার, যুগ্ম আহবায়ক সন্দীপ বিশ্বাস, যুগ্ম আহবায়ক শাওন মজুমদার, কালীদাস রায়, কৃষ্ণ চন্দ্র মালাকার, মনিমোহন সরকার, শ্যামল বালা, বিধান গাইন, বিনয় কৃষ্ণ মন্ডল, নিউটন রানা, অনিলকৃষ্ণ বাদল সাহা, সুশান্ত বৈদ্য, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার প্রমুখ।উল্লেখ্য, কাশীনাথ বৈরাগী চিতলমারী উপজেলার স্বেচ্ছাসেবক দল ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক।ভোরের আকাশ/জাআ
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।পরে বিচারিক প্রক্রিয়ায় দেখা যায়, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন, ফলে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।এ ছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে আসামি করা হয়। ওই মামলায় প্রাথমিকভাবে ৩২ জনের নাম থাকলেও পরে আরও ১০ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলারও বাদী ছিলেন এসআই নুরুজ্জামান হাওলাদার। তদন্তে খালেদা জিয়ার সংশ্লিষ্টতা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।জেলা পিপি আরও জানান, মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দায়ের হয়েছিল এমন যুক্তিতে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ ইরফান, বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম শাহেদসহ শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট সেট, ফুটবল, ব্যাডমিন্টন সেট এবং ভলিবল সেট বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৪৫) ও বুলু মন্ডল (৪০) নামের ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের এক বাশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমকে ও একই উপজেলার শিবপুর ইউনিয়ন এলাকার বাঁশঝাড়ে পড়ে থাকা কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ উদ্ধার করা হয়।নিহত শাহানারা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের বকুল প্রধানের স্ত্রী ও বুলু মন্ডল শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পালাশবাড়ী গ্রামে বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।অন্যদিকে একই দিন সকালে কানিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পৃথক বাঁশঝাড় থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ