ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশা আলম।
এর আগে রবিবার বিকাল ৪ টায় থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কচুয়া ইউনিয়ন সতিতলা এলাকা থেকে ওইসব ড্রেজার জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকার কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), একই এলাকার আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), একই ইউনিয়নের হাপানিয়া এলাকার সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারি এলাকার জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা এলাকার ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন (৩৮) ও পবনতাইড় এলাকার কালু ব্যাপারির ছেলে বকুল মিয়া (৩৯)।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাঙালি নদীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বালু উত্তোলনের ৫টি ড্রেজার মেশিন জব্দসহ জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত সরঞ্জামাদিসহ জড়িতদেরকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, আসামীদেরকে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২২ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই, ২০২৫) ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, প্রত্যাহার ও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এদিন রাত নয়টায় দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মধ্যে তিনটি পদে দুইটি প্যানেলের হাড্ডাহাড্ডি ভোটের প্রতিযোগিতা হবে। আগামী ১১ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটার তাদের মতামতা প্রদান করবেন।জানা যায়, বাগেরহাট-১ আসনের বিএনপির মনিটরিং টিমের প্রধান শমসের আলী মোহনের নেতৃত্বে জেলা মনিটরিং টিম কয়েকশ নেতা-কর্মীদের উপস্থিতিতে শুক্রবার সারাদিন মনোনয়নপত্র জমা, প্রত্যাহার ও প্রার্থী তালিকা চুড়ান্তকরণ করেন। চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট ১ আসন (ফকিরহাট, মোল্লাহাট চিতলমারী) মনোনয়ন প্রত্যাশী এ্যাড, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা মনিটরিং টিমের সদস্য হাদি উজ্জামান হিরো, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আইনজীবি অসীম কুমার সমাদ্দার, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজের সভাপতি রুনা গাজী প্রমূখ।উন্মুক্ত মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা করা হয়। জানা যায়, সভাপতি পদে তিনজন- মোমিনুল হক টুলু বিশ্বাস (প্রতীক-আনারস), আহসান হাবীব ঠান্ডু (প্রতীক-চেয়ার) ও মোহাম্মদ আব্দুল্লাহ (প্রতীক-ছাতা), সাধারণ সম্পাদক পদে দুইজন- শরিফুল হাসান অপু (প্রতীক-ফুটবল) ও মোঃ শিপন মুন্সি (প্রতীক- মোরগ)।সাংগঠনিক সম্পাদক পদে আইনজীবি ফজলুল হক (প্রতীক-মাছ), শফিকুল ইসলাম বাবু (প্রতীক-বাইসাইকেল), মোঃ কামরুজ্জামান স্বাধীন ফকির (প্রতীক-কবুতর), মোঃ রেজাউল শেখ (প্রতীক-আম), শিব্বির আহম্মদ শিপলু (প্রতীক-গোলাপ) প্রতিদ্বন্দিতা করছেন।প্রার্থীদের মধ্যে মোমিনুল হক টুলু বিশ্বাস-শিপন মুন্সি-শফিকুল ইসলাম বাবু প্যানেলের সাথে আহসান হাবীব ঠান্ডু-শরিফুল হাসান অপু-ফজলুল হক প্যানেলের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ভোটাররা জানান।ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে চিতলমারীর কৃতি সন্তান কাশীনাথ বৈরাগীকে যুগ্ম আহবায়ক পদে অন্তর্ভুক্ত করায় উপজেলা আহবায়ক কমিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলার আহবায়ক জহরলাল সরকার, যুগ্ম আহবায়ক সন্দীপ বিশ্বাস, যুগ্ম আহবায়ক শাওন মজুমদার, কালীদাস রায়, কৃষ্ণ চন্দ্র মালাকার, মনিমোহন সরকার, শ্যামল বালা, বিধান গাইন, বিনয় কৃষ্ণ মন্ডল, নিউটন রানা, অনিলকৃষ্ণ বাদল সাহা, সুশান্ত বৈদ্য, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার প্রমুখ।উল্লেখ্য, কাশীনাথ বৈরাগী চিতলমারী উপজেলার স্বেচ্ছাসেবক দল ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক।ভোরের আকাশ/জাআ
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।পরে বিচারিক প্রক্রিয়ায় দেখা যায়, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন, ফলে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।এ ছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে আসামি করা হয়। ওই মামলায় প্রাথমিকভাবে ৩২ জনের নাম থাকলেও পরে আরও ১০ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলারও বাদী ছিলেন এসআই নুরুজ্জামান হাওলাদার। তদন্তে খালেদা জিয়ার সংশ্লিষ্টতা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।জেলা পিপি আরও জানান, মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দায়ের হয়েছিল এমন যুক্তিতে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ ইরফান, বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম শাহেদসহ শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট সেট, ফুটবল, ব্যাডমিন্টন সেট এবং ভলিবল সেট বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ