কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০৩:০৭ পিএম
ছবি: ভোরের আকাশ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রায়টুটি ইউনিয়ন গুচ্ছ গ্রামে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর যৌতবাহিনী অভিযান চালিয়ে নিজ ঘর থেকে একজন মাদক সম্রাজ্ঞীকে আটক করেছেন।
গতকাল রবিবার (০৬ জুলাই) বিকাল ৫ টার দিকে মাদক কারবারি রায় টুটি ইউনিয়নের গুচ্ছ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ পলি আক্তার (৩২)। তার ঘরে অভিযান চালিয়ে ১৭কেজি ৫০০গ্রাম গাজা আটক করা হয়।
ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক পলি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ভোরের আকাশ/আজাসা