কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে নাফ নদীর নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। নৌকাটি কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা চারপাশ ঘিরে ধরে। পরে তল্লাশিতে মাছ ধরার জালের ভেতর লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, আব্দুল্লাহ (৩০), মো. জহির আহমেদ (৫০) ও মো. কেফায়েত উল্লাহ (১৮)। তাদের সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়া এলাকার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি স্থানীয় মাদক কারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছিল। ইমান আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান এখনও অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০ এএম
কটিয়াদীতে মাদক কারবারির কারাদণ্ড ও জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আনোয়ার হোসেন (৪৭) নামের এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৯ আগস্ট) কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডিত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন কটিয়াদী উপজেলার আচমিতা পূর্বপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম তালুকদার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নিকট প্রসিকিউশন দায়ের করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভোরের আকাশ/মো.আ.
২০ আগস্ট ২০২৫ ১০:৪৯ এএম
কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের চর রাজিবপুরে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার বালিয়ামারি বাজার থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানাধীন গোয়ালেরচর এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) ও কুড়িগ্রাম রৌমারীর খেওয়ারচর এলাকার মো. শাহীন হাসান (২৭)।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিবপুরে ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। এ বিষয়ে ্কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।ভোরের আকাশ/মো.আ.
১৮ আগস্ট ২০২৫ ০৪:০৩ পিএম
কিশোরগঞ্জ ইটনায় ‘মাদক সম্রাজ্ঞী’ আটক
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রায়টুটি ইউনিয়ন গুচ্ছ গ্রামে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর যৌতবাহিনী অভিযান চালিয়ে নিজ ঘর থেকে একজন মাদক সম্রাজ্ঞীকে আটক করেছেন।গতকাল রবিবার (০৬ জুলাই) বিকাল ৫ টার দিকে মাদক কারবারি রায় টুটি ইউনিয়নের গুচ্ছ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ পলি আক্তার (৩২)। তার ঘরে অভিযান চালিয়ে ১৭কেজি ৫০০গ্রাম গাজা আটক করা হয়।ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক পলি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভোরের আকাশ/আজাসা
০৭ জুলাই ২০২৫ ০৯:০৭ পিএম
আখাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম পাঠান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মোস্তাকিম জেলার সদর ইউনিয়নের বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের আবুল কালাম পাঠানের পুত্র।এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ