কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তারেক রহমান
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে অত্যন্ত সচেতেন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে- এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।
যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান বলেন, দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে হবে। একটি হলো, যেকোনো মূল্যে দলের সিদ্ধান্তে আমরা একমত থাকব। একই সঙ্গে দলকে যেন কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকব।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আপনারা এরমধ্যেই বিভিন্ন আলামত দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিএনপির সঙ্গে আছে। জনগণের রায় নিয়েই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় রুখতে পারবে না।
তিনি আরও জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। এই লক্ষ্যে আর সময় নষ্ট করার সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণই বিএনপির শক্তি। তাই জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। জনগণ কি চায় শুনতে হবে।
স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্র্বতী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্র্বতী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে। অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে তবে বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই।
তিনি বলেন, আগামীতে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি অর্ন্তবর্তীকালীন সরকারেরও আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিল।
তিনি বলেন, দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মতভিন্নতা বা আপত্তি নেই। তবে তা জনগণের রায়ে প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে হতে হবে।
তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই।
তারেক রহমান বলেন, আজ যারা দলীয় পদ পাওয়ার জন্য নির্বাচন করছেন তাদের কাছে কাউন্সিলররা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আগামী নির্বাচনে জনগণ গুরুত্বপূর্ণ। এ জন্য জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে।
তিনি বলেন, এখন আর বসে থাকার সময় নেই। দেশের মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সবাইকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।
তারেক রহমানের উপহার পেল নেত্রকোনার শিশু রিফাত: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেল নেত্রকোনার কেন্দুয়ার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত।
শনিবার কেন্দুয়ায় রিফাতের হাতে তারেক রহমানের পক্ষ থেকে একটি হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই জামান সেলিম।
এ সময় শিশুটিকে উৎসাহ দিয়ে তিনি বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।
ভোরের আকাশ/এসএইচ