রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প
বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চক্ষু, গাইনি, চর্ম, মা ও শিশুসহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় বিভিন্ন প্রায় ১৪২৭ রোগীকে চিকিৎসা প্রদান করেন এতে পুরুষ রোগী ছিল ৫৬৪ জন এবং মহিল রোগী ছিল ৮৬৩ জন। সেই সাথে ফ্রি ঔষধ প্রদান করেন। এবং ১৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করেন, যাদের পর্যায়ক্রমে অপারেশন করবেন।
২৫ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা প্রদানসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তমেজ উদ্দীন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪), সাজ্জাদ হোসেন (৩৫) সহ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”– এই স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।বরিবার (২৫ মে) সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে উৎসাহিত করতে বরগুনার বেতাগী পৌর শহরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই র্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বশির গাজী, বিশেষ অতিথি বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর বেপারী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না।এ সময় উপজেলা প্রশাসন ভূমি মেলায় আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ। এতে ভূমি মালিকদের সময়মতো কর পরিশোধ ও সঠিক দলিল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানায়, এই র্যালির মাধ্যমে শুরু হলো বেতাগীতে আয়োজিত ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম। মেলায় নাগরিকদের জন্য ই-নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবাসমূহ সরাসরি প্রদান করা হবে।ভোরের আকাশ/জাআ
ভোলার চরফ্যাশনে তাবলীগ জামাতে অংশ নিতে এসে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর কুকরী মুকরী ইউনিয়নের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো. মাসুদ কাজীর ছেলে। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন এবং তারপরই ভোলার চরফ্যাশনের চর পাতিলার কাশেম মেম্বার জামে মসজিদে তাবলীগ জামাতে যোগ দেন।তাবলীগ জামাতের সাথীরা জানায়, মসজিদের পুকুরে অন্যান্য সাথী ভাইদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। এক সাথী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নাহিয়ানকে উদ্ধার করে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, “আমরা খবর পাওয়ার আগেই পরিবার নাহিয়ানের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”নাহিয়ানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং তাবলীগ জামাতের সাথীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে একটি মানববন্ধন আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলা স্কাউট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ বি এম ফখরুজ্জামান।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত সময়ে চারবার সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অথচ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তিনি অভিযোগ করেন, গত ২২ মে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বহিরাগতদের মাধ্যমে একটি মানববন্ধন করে যা সরাসরি আমার ও কমিটির মানহানি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে আঘাত হানে।তিনি আরও দাবি করেন, যারা আগের আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই বর্তমানে পদে আসতে না পেরে বিরূপ অপপ্রচার চালাচ্ছে। মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা, এমদাদ হাওলাদার, জিয়াউল হক মাঝী, আমিনুল হক মিয়া প্রমুখ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন।সংবাদ সম্মেলনে ফখরুজ্জামান বলেন, মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা একজন রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি এবং বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি। অন্যদিকে এমদাদ হাওলাদারকে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি আজীবনের জন্য বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই কুচক্রী মহল একাধিকবার বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান দলিল ও অর্থ আত্মসাৎ করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং: ৭১/২৫ সিআর) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।ভোরের আকাশ/জাআ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও সমস্যা সমাধানের লক্ষ্য হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নিতে ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি।রোববার (২৫ মে) বিকালে হাসপাতালে পরিদর্শনে যান তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছোবহানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।এসময় ইউএনও আবু আবদুল্লাহ খান হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন, নেন সার্বিক চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ। সংশ্লিষ্টদের রোগীর সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।হাসপাতালে ভর্তি রোগী ইদ্রিস হোসেন জানান, পেটে ব্যাথা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগের তুলনায় অনেকটা চিকিৎসার মান উন্নত হয়েছে। ঔষধপত্র ঠিক মতো পাচ্ছেন। তবে, কিছু সমস্যা রয়েছেও বলে জানান সে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান পরিদর্শনকালে বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে সৌজন্যমূলক কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শোনা হয়। এছাড়াও হাসপাতালের সমস্যা সমাধান করে সেবারমান আরও বাড়ানোর আশ্বাস দেন।ভোরের আকাশ/এসআই