রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ভবনে "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" এর এইচএসসি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজের হলরুমে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী। কলেজ ইনচার্জ প্রভাষক জুনায়েদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশন মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
কলেজের সার্বিক বিষয়ে অবহিতকরণে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক ও স্কুল শাখার প্রধান লাকি আক্তার, পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন রিপন, স্কুল ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, কোঅর্ডিনেটর মারুফ খান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে কলেজের পরিচালনা পরিষদ সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কলেজে নিয়মিত উপস্থিত থাকতে হবে ও ক্লাসে মনোযোগী হতে হবে। বাসায় নিয়মিত পড়াশোনা করতে হবে, যাতে শিক্ষাজীবন শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো। এজন্য আমরা সব সময় তোমাদের পাশে থাকবো ও সার্বিক সহযোগিতা করবো।
এ পরিচিতিমূলক কার্যক্রমে কলেজের ৩টি বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নিয়ে অতিথিদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। এসময় স্ব স্ব বিভাগের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে পরিচিতিমূলক ক্লাসে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিকতার দিকনির্দেশনা দেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী সহ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন শেষে কলেজের প্রধান উপদেষ্টা এফ এম কামাল হোসেন বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় আপনাদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদান, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং সততা বজায় রাখলেই জীবনে সফলতা আসবে।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে কলেজ জীবনের প্রথম ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষ্য, নতুন পরিবেশ ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকাদের কারণে আত্মবিশ্বাস আরও বেড়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, এখন থেকে যথারীতি পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম চলবে।
ভোরের আকাশ/জাআ