বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০২:৪৮ পিএম
মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় ৯ জনকে জরিমানা
টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৭জুলাই) সকালে বাসাইল ডিগ্রী কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক ৯টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোরের আকাশ/আজাসা