× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠেই পচে যাচ্ছে কাটা ধান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৬:৩৫ এএম

মাঠেই পচে যাচ্ছে কাটা ধান

মাঠেই পচে যাচ্ছে কাটা ধান

জ্যৈষ্ঠের টানা বৃষ্টিতে পচে নষ্ট হচ্ছে কৃষকের কাটা ধান। কয়েক দিনের বৃষ্টিতে মাঠের পাকা ধান মাঠে পচতে বসেছে। এমনকি কেটে আনা ধান মাড়াই করতে না পারাই সেগুলোতে চারা গজাতে শুরু করেছে। আবার অনেক ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ধানের বড় একটা অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে অতিবৃষ্টির কারনে অনেক এলাকায় বোরো ধান কাটতে পারছেন না কৃষকরা। ধানের জমি তলিয়ে যাওয়ায় অনেকে ধান কাটতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো জমিতে ধান কাটলেও আবহাওয়া খারাপ থাকায় তা শুকানো যাচ্ছে না। দিনমজুররা পারিশ্রমিক বেশি হাকছেন। আবার অনেকে ধান কাটতে অনীহা প্রকাশ করছেন। এজন্য খেতেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। এতে চরম বিপাকে পড়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষকরা।

এই উপজেলার ৬ ইউনিয়ন এবং ১টি পৌরসভায় এবার আবাদ হয়েছে জিরাশাইল, সরু জাতের জিরাশাইল, সুবর্ণলতা, কলমিলতা ও কাটারিসহ দেশি জাতের ধানের চাষ।

সরেজমিনে অনেক এলাকায় গিয়ে দেখা গেছে, কাটা ধান জমির অ্যাইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছেন। আবার কেই রাস্তার পাশে তুলেছেন তাদের স্বপ্নের ফসল। ধান শুকনো রাখতে তালপাতা, বস্তার তৈরি চটি বা তারপুলিন ব্যবহার করেছেন অনেকে। আবার অনেক কৃষক ধান মাড়াই করেছেন কিন্তু শুকাতে পারছেন না। কৃষকরা বলছেন, ধান শুকাতে না পারলে বিক্রি বা সিদ্ধ কোনটাই সম্ভব হবে না। কাঁচা ধানে দু-তিনদিনের মধ্যে চারা গজাচ্ছে। আর এসব ধানের (চাল) ভাত খাওয়া যাবেনা। দুর্গন্ধ ছড়াবে।

ভূক্তভোগী অনেক কৃষকরা জানান, মূলত ওইসব জমিতে আমন ধান কাটার পর সরিষা ও আলুর আবাদ করা হয়েছিল। এ কারণে কিছুটা দেরি হয়েছিল বোরো ধান রোপণ করতে। আবার অনেকে কাটারি ধান রোপণ করেছিল। এই জাতের ধান পাকতে ও কাটতে বেশি সময়ের প্রয়োজন পরে।  ফলে অনেক কৃষকই ধান কাটতে ও ঘরে তুলতে পারেনি। আর এদিকে জ্যৈষ্ঠের প্রথম থেকেই টানা বৃষ্টিতে ধান কাটায় বাগড়া পরে। পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে মোট ১২ হাজার ৪’শ ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। দাম বেশি পাওয়ায় সন্তোষ্ট এ অঞ্চলের কৃষকরা। অনেক কৃষকই জমিতে দেরিতে ধান রোপণ করেছেন। এজন্য অনেক জমির ধান এখনো ঘরে উঠেনি।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া ভালো না হলে চরম ক্ষতির মুখে পড়বেন চাষিরা। এ বছর অতি বৃষ্টির কারণে দেরিতে রোপণ করা ধান কৃষকরা কাটতে পারছেন না। কৃষকদের ধান পাকলে দ্রুত কাটার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।  

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা