মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ০২:০৭ পিএম
মানিকগঞ্জে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল
মানিকগঞ্জে এবার পবিত্র ঈদ-উল আযহার ১০ দিনের সরকারি ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম অব্যাহত ছিল। যার ফলে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করেছে।
সারা দেশেই এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক ডা. আশরাফী আহমেদের নির্দেশনা মোতাবেক মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ সকল জরুরী সেবা চালু ছিল।
ঈদের এই ছুটিতে শুধুমাত্র মানিকগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১০টি নরমাল ডেলিভারী ও জেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৮টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে।
পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, ০-৫ বছর বয়সী শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন সেবা ও সাধারণ রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া আখতার জানান, টানা ১০ দিনের ছুটির মধ্যে এই কার্যক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগীতা ছিল বলে সেবা প্রদান করা গেছে।
ভোরের আকাশ/জাআ