বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৪৮ পিএম
ছবি: ভোরের আকাশ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দু’বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া শুরু হয়। এর আগে গত সোমবার থেকে পুজার ছুটিতে বন্ধ ছিল স্বাভাবিক আমদানি-রফতানি।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজায় ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
এ সময় পেট্রাপোল বন্দরে পণ্য বোঝাই কয়েকশ ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে সেগুলো বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। বেনাপোল বন্দরে আটকে পড়া রফতানি পণ্যবাহী ট্রাকও ঢুকছে পেট্রাপোল বন্দরে। এতে পণ্যজট কুমছে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। এতে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাসে সবরধরনের সহযোগীতা করা হচ্ছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার ও ভারতে ইলিশ রফতানি বানিজ্য স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আসে। ৫ দিন বন্ধের কারনে সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব কুমবে।
ভোরের আকাশ/জাআ