মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৯:৩২ পিএম
ছবি: ভোরের আকাশ
বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে উপজেলা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শুরুতে জেলা প্রশাসক বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেন। পরে দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
পরে উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের জোরে পরা এবং বাল্যবিবাহে ঝুকিতে থাকা ১০ জন শিক্ষার্থীদের পরিবারের মাঝে সেলাই মেশিন ও সেলাই কাজের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
পাশাপাশি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মাঝে জরুরী স্বাস্থ্য সেবা বক্স বিতরণ করা হয়। একই সময় পূবালী ব্যাংক এর আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফজল বৃক্ষের চারাগাছ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তন্ময় হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকেরগঞ্জ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ খন্দকার আমিনুল ইসলাম, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।
এর পূবে পৌরসভা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ বৃক্ষ রোপণ এবং উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এনজিও ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
ভোরের আকাশ/জাআ