মাদক নিয়ন্ত্রণ করতে পারি, নির্মূল সম্ভব নয়: তেজগাঁও ডিসি
পুলিশ মাদক নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আগের রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চালানো অভিযানের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। কিন্তু কয়েকদিন পরেই তারা আবার জেল থেকে বেরিয়ে একই অপকর্মে জড়ায়। জেনেভা ক্যাম্পে মাদককারবারি নির্মূল করা যাচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে ডিসি ইবনে মিজান বলেন, আমরা (পুলিশ) মাদক নিয়ন্ত্রণ করতে পারি, একেবারে নির্মূল করা সম্ভব না। বিভিন্ন অভিযানের মাধ্যমে আমরা মাদক কারবারিদের ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে রাখি। আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে যাবো।গ্রেফতারের পর আসামি বেরিয়ে এসে একই অপরাধের জড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি পার্ট। আমাদের অংশে যেটুকু রয়েছে, আসামি গ্রেফতার তদন্ত প্রক্রিয়া এটি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করি। যেন কোনো ত্রুটি না হয়। বাকি যে অংশটুকু- সেটিতে আমাদের কোনো হাত নেই। সেটি অন্য সংস্থা করেছে। এই প্রসঙ্গে আমাদের মন্তব্য না করাই সমুচীন।মোহাম্মদপুরে অপরাধ বাড়ার কারণ কী জানতে চাইলে তেজগাঁওয়ের ডিসি বলেন, ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধের চরম বিস্ফোরণ ঘটেছে। যেসব অপরাধী বাইরে ছিল তারাও চলে এসেছে। অনেক অপরাধ সেখানে ঘটেছে৷ তারপর আমরা লাগাতার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আসছি। গত ৬ থেকে ৭ মাসে আমরা ৩ হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় এনেছি। আমরা চেষ্টা করেছি প্রতিদিন যেসব এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সেখানে অভিযান পরিচালনা করতে। এর ফলে বেশি অপরাধ হওয়া জায়গায় অপরাধ কমে গেছে। আমাদের অভিযান চলমান। আশা করি পরিস্থিতি আরও ভালো হবে।মাদক ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যখ্যাত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে মাদককারবারি, বিক্রেতা, অস্ত্রের জোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন, এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।এ বিষয়ে ডিসি মো. ইবনে মিজান বলেন, মোহাম্মদপুরের আলোচিত স্থান জেনেভা ক্যাম্পে নিয়মিতভাবে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। মাদকের বিস্তারের জন্য এলাকাটি বেশ পরিচিত। পুলিশ নিয়মিতভাবে এখানে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে রোববার ভোর রাত পর্যন্ত ১২০ জন পুলিশ সদস্য নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি।তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অনেকে জেনেভা ক্যাম্পের মাদককারবারি বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, চুয়া সেলিমের সহযোগী হিসেবে কাজ করে। তাদের জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম উঠে এসেছে। আমরা তাদের বিরুদ্ধেও গ্রেফতার অভিযান পরিচালনা করবো৷ বিভিন্ন সময় জেনেভা ক্যাম্পে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেটি যেনো ভবিষ্যতে না ঘটে সেজন্য ডিএমপি সদা তৎপর থাকবে।ভোরের আকাশ/এসএইচ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
কসবায় ২০ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ (বিশ) কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কসবা থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকা হতে মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি সাদা রঙের TOYOTA-M প্রাইভেটকার উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আবুল কাশেম (৬০) পিতা: মো. তারা মিয়া, থানা- মাদারীপুর সদরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের ভোরের আকাশকে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫ পিএম
শ্রীপুরে মাদক কারবারিদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৪
গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযানে মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ সদস্য। এ সময় মাদক কারবারিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাটি ঘটেছে বৃহসপতিবার শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া দুইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে। এসময় গ্রেফতার করা হয় চার হামলাকারী মাদক কারবারিকে। উদ্ধার করা হয় ৪৫ পিস ইয়াবা টেবলেট ও এক কেজি গাঁজা।আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার এস আাই আব্দুল কুদ্দছ, মো. মনোয়ার হোসেন,মো. জুনায়েত, এ এস আই মো. হাবিবুর রহমান ও মো. নাজমুল হক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় উপজেলার পৌসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আসাদুজ্জামান(৬০) তার স্ত্রী দেলোয়ারা খাতুন(৫০) দুই ছেলে আল আমীন(৩০) ও আসিককে (২৩)। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহসপতিবার রাত সোয়া দুইটার দিকে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যান। এক পর্যায়ে দরজা খুলেই মাদক কারবারীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি মারপিটে পাঁচ পুলিশ অফিসার আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে। ভোরের আকাশ/ মো.আ.
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৫ পিএম
মধুখালীতে গাঁজাসহ আটক এক
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ১ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ।বোরবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআই আব্দুল হালিম সরদার ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কামারখালী এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ মো. ফরহাদ হোসেনকে (৩৫) আটক করা হয়। সে আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মোঃ ফায়েজ সিকদার এর ছেলে।মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম নুরুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স থাকবে বলে জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪২ পিএম
কসবায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়াদাবাদ এলাকায় একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার পূর্বপাড়ার মো. ডালিম (৪৮) ও সদর উপজেলার আহরন্দ গ্রামের হানিফ (৪৬)।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, এটি তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের একটি অংশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮ পিএম
মিয়ানমার সীমান্তে মাদকসহ ১০ পাচারকারী আটক
মিয়ানমারে পাচারের সময় টেকনাফে বিপুল পরিমাণ পণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা।রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৫ পিএম
ধামরাইয়ে হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা) ধামরাইয়ে হিরোইন ও ইয়াবা টেবলেট সহ রিপন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তার হওয়া রিপন ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ইশাননগর গ্রামের তারা মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি সূয়াপুর ইউনিয়নে ঈশান নগর এলাকায় মাদক বিক্রি করছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫পিস ইয়াবা ও ২৫পুরিয়া হিরোইনসহ রিপন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে রিপন হোসেনকে হিরোইন ও ইয়াবাটেবলেট সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়ছে।ভোরের আকাশ/তা.কা
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৩ পিএম
গোপালগঞ্জে মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক
রাজিব সিকদার (২৪) ও ফরহাদ হোসেন মিয়া (২০) নামের দুই মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রাজিব উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বহরা বাড়ি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ও ফরহাদ একই গ্রামের জলিল মিয়ার ছেলে।জানা গেছে, রাধাগঞ্জের দত্ত বাড়ি সংলগ্ন মনশা মন্দিরের সামনে বসে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তাদের আটক করে। এসময় আটককৃত এই দুজনের কাছে থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর খবর পেয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা রাজিব ও ফরহাদকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোটালীপাড়ায় থানায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে জেল হাজতে পাঠানো হবে।ভোরের আকাশ/এসএইচ
০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০ এএম
ভারতীয় মদসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৭১ বোতল ভারতীয় মদসহ আব্দুল হেমিক (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।আটক ব্যক্তি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনপুর গ্রামের একটি বাড়ি থেকে আব্দুল হেকিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।র্যাবের গণমাধ্যম শাখা জানায়, জব্দকৃত আলামতসহ আব্দুল হেকিমকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/তা.কা
০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৪ পিএম
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪২ মিনিটের সময় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটের সময় সলঙ্গা থানার ধোপাকান্দি ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মো. আমিনুল ইসলাম রনি (৪৫), একই জেলার সুজানগর থানার ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আল মণ্ডলের ছেলে মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদর থানার দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের(রইস) ছেলে মো. রাশেদ রানা (৪২)।র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা২৫ মিনিটের সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে করে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪২ এএম
কুমিল্লায় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
কুমিল্লায় মাদক ও দেশীয় অস্ত্রসহ হানিফ মিয়া ওরফে আনু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে নগরীর কাটাবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা।জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা এবং ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।এছাড়া হানিফ মিয়া ওরফে আনু মিয়ার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি চাপাতি ও একটি সিজারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সেনা অভিযানের পর আটক হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভোরের আকাশ/মো.আ.