সাভার (ঢাকা)প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৩ পিএম
ছবি: ভোরের আকাশ
কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা) ধামরাইয়ে হিরোইন ও ইয়াবা টেবলেট সহ রিপন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তার হওয়া রিপন ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ইশাননগর গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি সূয়াপুর ইউনিয়নে ঈশান নগর এলাকায় মাদক বিক্রি করছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫পিস ইয়াবা ও ২৫পুরিয়া হিরোইনসহ রিপন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে রিপন হোসেনকে হিরোইন ও ইয়াবাটেবলেট সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়ছে।
ভোরের আকাশ/তা.কা