স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৫:২৮ পিএম
টেকনাফে কিশোরের ছুরিকাঘাতে নারীর মৃত্যু
কক্সবাজারের টেকনাফে রাজিয়া বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ছেলের সঙ্গে এক কিশোরের ক্যারাম খেলা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন তিনি।
বুধবার দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ায় এ ঘটনা ঘটে। রাজিয়া বেগম একই এলাকার কবির আহমদের স্ত্রী।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজিয়া বেগমের কিশোর সন্তানের সঙ্গে প্রতিবেশী এক কিশোরের ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘাত হয়। খবর পেয়ে মা ঘটনাস্থলে গিয়ে সংঘাত থামাতে গিয়ে জড়িত কিশোরকে বকাবকি করেন।
এই সময় ওই কিশোর রেগে গিয়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে ওই নারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় ওই নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাজিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নিয়েছে। উদ্ধার হয়েছে ছুরিটিও। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোরের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ভোরের আকাশ/জাআ