মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:০০ পিএম
মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটেক গ্রামে। তার বাবার নাম মো. নয়া মিয়া এবং মায়ের নাম সখিনা বেগম।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উচুটিয়া এলাকায় সাইফুল ইসলামের মালিকানাধীন "এসি অ্যান্ড ইলেকট্রিক সেন্টার" নামের দোকানের সামনে ফাঁকা জায়গায় তল্লাশি চালান। এসময় নূর মোহাম্মদকে আটক করা হয় এবং তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক সাত লক্ষ টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ