নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০ পিএম
ছবি: ভোরের আকাশ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, গত ৪৭ বছরে এ দেশটি বারবার হোঁচট খাচ্ছে আর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বারবার এ দেশটিকে রক্ষা করার চেষ্টা করছে। মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য বারবার বিএনপি রাজপথে রক্ত দিয়েছে নেতাকর্মীরা গুম খুন হত্যা শিকার হয়েছে, কারা বরণ করেছে, তারপরেও আমরা যখন একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। ঠিক তখনই দেখা যাচ্ছে আরেকটি দল আমাদের বিরোধিতা করছে।
বুধবার বিকেলে নাজিরপুর ওয়াচ টাওয়ার মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যখন একজনকে স্বৈরাচারের দায়ে বিদায় করছি আবার নতুন করে আবির্ভাব হয়েছে আরেকটি দল। যারা ইসলামের নামে এদেশে মব সৃষ্টি করছে। যারা ইসলামের নামে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ দলটি নির্বাচন না গিয়ে পিআর এর নামে নির্বাচন যেন না হতে পারে এদিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ যাতে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, পিরোজপুরের তথা নাজিরপুরের মানুষ আপনারা পাহারা বসবেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিা না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে আপনাদের পাহারা দিতে হবে। যেন কেউ বিশৃঙ্খলা না করতে পারে।
তিনি নাজিরপুর উপজেলা বাঁশিতে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নাজিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল হবে। তিনি নেতাকর্মীদের বন্ধ থাকার দাবী জানান।
সভায় নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, উপজেলা বি এন পির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম লিটন, মোঃ রফিকুল ইসলাম ফরাজী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তাওহীদুল ইসলাম। জনসভা শেষে বর্ণাঢ়্য একটি শোভাযাত্রা বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ