ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৫:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ রক্ষায় কারেন্ট ও রিং জাল বিনষ্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ লাখ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলার হাওর অধ্যুষিত অঞ্চল টেকানগরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ১০৫টি রিং জাল (৫০৫০ মিটার) যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও মৎস্য দপ্তরের স্টাফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কারেন্ট জাল ও রিং জালের কারণে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ভোরের আকাশ/জাআ