নেত্রকোনায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮
নেত্রকোনার বারহাট্টা সড়কে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন যাত্রী।
সোমবার (১৯ মে) রাতের দিকে বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল মিয়া বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার বাসিন্দা এবং জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারহাট্টা থেকে পাঁচজন যাত্রী নিয়ে আসছিলেন মোফাজ্জল, বিপরীত দিক থেকে নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে আসছিল আরেকটি সিএনজি। মাঝপথে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাজ্জল মিয়া নিহত হন। আহত আটজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)।সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে বন্দরসংলগ্ন এলাকায় এই মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি শেষ হয় বন্দর নতুন মার্কেটের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।সমাবেশে বক্তারা বলেন, এনসিটি, সিসিটি ও পিসিটি স্বয়ংসম্পূর্ণ, আধুনিক এবং লাভজনক টার্মিনাল, যেগুলো দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এসব টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাবে এবং এতে করে দেশের ডলার সংকট আরও তীব্র হবে।তারা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালগুলো যেন কোনো ভুল তথ্য বা চাপের কারণে বিদেশিদের হাতে তুলে না দেওয়া হয়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকত এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীর।এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মো. আবুল কালাম, আনোয়ারুল আজিম (রিংকু), এজহার মিয়া, আবদুল হাই, শেখ ছানুয়ার মিয়া, আকতার হোসেন, মোস্তফা চৌধুরী, মোশারফ হোসেন, দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন মাস্টার, গোলাম ছরোয়ার, মিনহাজ উদ্দিন আহমেদ, মো. নাছির উদ্দিন, বাহার মিয়া, শাহজাহান সিরাজ, দিদারুল হায়দার, মহিউদ্দিন তমিজি আবেদ, ফরিদুর রহমান, আল আমিন ও নুরুল আজিম প্রমুখ।সমাবেশ সঞ্চালনা করেন শফিকুল ইসলাম ও হুমায়ুন কবীর।ভোরের আকাশ//হ.র
নেত্রকোনার বারহাট্টা সড়কে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন যাত্রী।সোমবার (১৯ মে) রাতের দিকে বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল মিয়া বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার বাসিন্দা এবং জালাল মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বারহাট্টা থেকে পাঁচজন যাত্রী নিয়ে আসছিলেন মোফাজ্জল, বিপরীত দিক থেকে নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে আসছিল আরেকটি সিএনজি। মাঝপথে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাজ্জল মিয়া নিহত হন। আহত আটজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।ভোরের আকাশ//হ.র
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও ডামি নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৯ মে) দুপুরে ভূঞাপুর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন বিএনপি নেতা কামরুল হাসান। মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।মামলার বাদী কামরুল হাসান (৫৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের বাসিন্দা এবং অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি অভিযোগ করেন, ভারতের ইন্ধনে শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা মিলে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন আয়োজন করেন।বাদীর দাবি, তিনি নিজের ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোটারদের ওপর হামলা চালায়, তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। এরপর পুলিশের সহযোগিতায় ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করা হয়।এর মাধ্যমে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিজয়ী ঘোষণা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।আসামিদের তালিকামামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে রয়েছেন:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির,প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল,তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম।এছাড়া মামলায় বিভিন্ন পর্যায়ের পুলিশ, প্রিজাইডিং অফিসার, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের নামও রয়েছে। মোট ১৯৩ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী, টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ভূঞাপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট।ভোরের আকাশ//হ.র
বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)‘র আয়োজনে সোমবার (১৯ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত 'পারিবারিক মূল্যেবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মুল কারণ’ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুপ্রক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এর উদ্বোধন করেন।দুপ্রক সাধারণ সম্পাদক মো. মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রক ‘র সিনিয়র সদস্য সাইদুল ইসলাম মন্টু, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, সুবর্ণা ইসলাম ও এডাস্ট ডিবেটিং সোসাইটি সদস্য মো খাইরুল ইসলাম মুন্নাসহ অন্যান্যরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জানায়, দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়, কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। এর মধ্যে কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় বিজয় লাভ করে। ভোরের আকাশ/জাআ