বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৮ পিএম
ছবি: ভোরের আকাশ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সকাল থেকে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ একাধিক সরকারি কার্যালয়ে প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের হরতাল সফল করতে এরই মধ্যে জেলা-উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম.এ সালাম এই চার দিনের কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন—বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। চার আসন ফিরিয়ে না দিলে আমরা রাজপথে থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয়।
এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন মহল নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও তা উপেক্ষা করা হয়। অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনে এবং আসনের সীমানা নতুনভাবে নির্ধারণ করে।
ইসির সিদ্ধান্তের প্রতিবাদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটি জানিয়েছে, বাগেরহাটবাসীর একটিই দাবি— চারটি সংসদীয় আসন অবিকল বহাল রাখতে হবে। তা না হলে আগামী দিনে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
ভোরের আকাশ/মো.আ.