বাগেরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে । রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। বাগেরহাটের বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে রবিবার সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উন্নয়ন কর্মী শিল্পী আক্তার গোপীনাথ সাহা, নাদিরা আকরাম ও সংবাদ কর্মী আজাদুল হক প্রমুখ ।আলোচনা সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসী অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয়ন বাংলাদেশের নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় উদয়ন বাংলাদেশ ও উইক্যান এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন । আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে একটি মাত্র আইন তথ্য অধিকার আইন, যা জনগন সরকার ও রাষ্ট্রের উপর প্রয়োগ করতে পারে। এ আইনটি ২০০৯ সালে কার্যকর হয়। এ আইনটির কারনে দেশে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম ও দূর্নীতি হ্রাস পাবে। যার কাছে যত বেশী তথ্য থাকবে সে তত জ্ঞানী হবেন এবং শক্তিশালী হবে।ভোরের আকাশ/মো.আ.
২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
আসন ফেরাতে বাগেরহাটে গণস্বাক্ষর কর্মসূচি
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে চলছে গণস্বাক্ষর কর্মসূচি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালেই কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এর আগে গতকাল বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।নেতারা জানান, দুর্গাপূজা পর্যন্ত গণস্বাক্ষর চলবে এবং এ সময়ের মধ্যে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থাকছে না। তবে দাবি আদায় না হলে দুর্গাপূজার পর আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।সর্বদলীয় সম্মিলিত কমিটির কো–কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, “আমরা ৪ আসন বহালের দাবিতে গণস্বাক্ষর নেওয়া শুরু করেছি। স্বাক্ষর করার জন্য বাঁধাই করা বই তৈরি করা হয়েছে, যা প্রতিটি উপজেলা ও পৌরসভায় পাঠানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাগেরহাটবাসীর একতাবদ্ধ দাবি স্পষ্ট হবে।গত ৩০ জুলাই নির্বাচন সংস্কার কমিটির প্রস্তাবে বাগেরহাটের চারটি আসনের একটি কমিয়ে ৩টি করার সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকেই স্থানীয়রা আন্দোলনে নামেন।৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে তিনটি আসন বহাল রাখে। এতে বাগেরহাটবাসীর দাবিকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।চূড়ান্ত সীমানা অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) আসন রাখা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে এ জেলায় চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল।ভোরের আকাশ/তা.কা
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৭ পিএম
চিতলমারী স্থানীয় সরকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কর্মশালা
বাগেরহাটের চিতলমারী উপজেলার "উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) ২য় পর্যায়" প্রকল্প স্থানীয় সরকার প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষণ (পিয়ার লার্নিং) কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রানী সম্পদ অফিসার অনুপ কুমার অধিকারী।উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পংকজ কুমার বড়াল, সুশীলন স্বপ্ন পর্যায় ২য় প্রকল্প বাগেরহাট সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন, চিতলমারী সুশীলন স্বপ্ন প্রজেক্ট অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, স্বপ্ন প্রকল্প ইউনিয়ন কর্মী বৈশাখী বসু সহ ইউ'পি সচিব, ইউ'পি সদস্য, ইউনিয়ন পরিবার পরিকল্পনা সুপারভাইজারসহ আরও অনেকে।অনুষ্ঠানে শেষে স্বপ্ন প্রকল্পের বিশেষ অবদান রাখার জন্য ইউএনও অফিস , কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস,মহিলা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদের সম্মাননা বাবদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৩ পিএম
১১ দিনের নবজাতক নিয়ে কারাগারে সেই মা
সাত দিন ধরে নগরের একটি হাসপাতালের কক্ষে মায়ের সঙ্গে বন্দি ছিল ১১ দিনের শিশু। রোববার (২১ সেপ্টেম্বর) মায়ের সঙ্গে তাকে কারাগারে যেতে হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গ্রেপ্তার শাহজাদীকে হাসপাতাল থেকে আদালতে পাঠায় পুলিশ।আদালতে শাহজাদীর পক্ষে কেউ জামিন আবেদন করেননি। ছিলেন না কোনো আইনজীবী। তাই কোনো শুনানিও হয়নি।পরে আদালত শাহজাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ দিন বয়সী কন্যাশিশুকে দেখাশোনা করার কেউ না থাকায় শাহজাদীর সঙ্গে তাকেও খুলনা জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। মায়ের সঙ্গে শিশুকে কারাগারে যেতে দেখে আদালতে উপস্থিত অনেককেই চোখ মুছতে দেখা যায়।বাগেরহাটের রামপালের বাসিন্দা সিরাজুল ইসলাম ও ফকিরহাটের মেয়ে শাহজাদীর সংসারে চার কন্যাশিশু রয়েছে। আবারও অন্তঃসত্ত্বা হন শাহজাদী। অনাগত সন্তান যেন ছেলে হয়– স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে প্রত্যাশার চাপ ছিল। কন্যা হলে বিবাহবিচ্ছেদের হুমকি দিয়েছিলেন স্বামী।এমন অবস্থায় গত ১১ সেপ্টেম্বর রাতে সিজারিয়ানের মাধ্যমে ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন শাহজাদী। সংবাদ শুনেই হাসপাতাল ত্যাগ করেন সিরাজুল। পরের দিনগুলোতে তিনি আর হাসপাতালে আসেননি, পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি।নানামুখী চাপে দিশেহারা শাহজাদী ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া আরেক নারীর ছেলেসন্তান চুরি করেন। সিসি ক্যামেরা ফুটেজ ও পুলিশের তৎপরতায় ওই দিন সন্ধ্যায় ছেলে নবজাতক উদ্ধার করা হয়। আটক করা হয় শাহজাদীর মা নার্গিস বেগমকে। এ ঘটনায় শাহজাদী ও তার মাকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন।ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নার্গিস বেগমকে কারাগারে পাঠানো হয়। ছয় দিন ধরে তিনি কারাগারে। আর শাহজাদী হাসপাতালের একটি কক্ষে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।হাসপাতালের ব্যবস্থাপক এনামুল হক জানান, রোববার ছাড়পত্রের দিনও শিশুর বাবা ও মামা হাসপাতালে আসেননি। দূরসম্পর্কের এক ভাই শাহজাদীর বিল পরিশোধ করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই শাহীন কবির জানান, আসামি সুস্থ হওয়ায় আইন মেনে তাকে আদালতে তোলা হয়।খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে কর্মরত প্রসিকিউশন বিভাগের এসআই বোধন চন্দ্র বিশ্বাস (জিআরও-সদর) জানান, আদালতে শাহজাদীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কেউ জামিন আবেদনও করেননি। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নবজাতকের বিষয়টি পৃথকভাবে কেউ আদালতকে উত্থাপন করেনি। প্রথা অনুযায়ী মায়ের সঙ্গেই তাকে থাকতে দেওয়া হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা এ, কে,ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এই উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ উপজেলা সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানগণ, সব ক্রীড়া শিক্ষকগণ।৩দিন ব্যাপী এ অনুষ্ঠানে ফুটবল, হ্যান্ডফল,কাবাডি, দাবা ও সাঁতার কাটার প্রতিযোগিতায় ৩২টি মাধ্যমিক স্কুল ও ৭টি মাদ্রাসা ছাত্র ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন।ভোরের আকাশ/মো.আ.
২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৭ পিএম
চিতলমারী পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
বাগেরহাটের চিতলমারী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সন্দীপ বিশ্বাসকে আহবায়ক ও কৌশিক বৈরাগীকে সদস্য সচিব করা হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখার আহবায়ক কাশীনাথ বৈরাগী এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক তাপস কুমার রায় ও সদস্য সচিব গোবিন্দ হালদারে অনুমোদিত এই কমিটির তালিকা চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার, থানা সহ বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।এই কমিটিতে হংসপতি মজুমদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক, অনুপ কুমার বাড়ৈ, প্রভাষ চন্দ্র চৌধুরী, সমীর মন্ডল, বিনয় কুমার মন্ডল, সনজিত বৈদ্য,অশোক কুমার মন্ডল, প্রদীপ হালদার, রিপন মজুমদার, মিন্টু গাইন,অমৃত লাল পোদ্দার, প্রভাষ হালদার, মিলন রানাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সদস্য করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১ পিএম
বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, যান চলাচল বন্ধ
বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার দাবিতে জেলাজুড়ে পালিত হচ্ছে তিনদিনের হরতাল কর্মসূচির প্রথম দিন। এতে দূরপাল্লার পরিবহন ও ট্রাক ছাড়া তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচল করত পারবে।সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট খোলা থাকবে বলে জানিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এমএ সালাম।এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।প্রসঙ্গত, গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।এরপর থেকে হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী। তাদের দাবি, যে কোন মূল্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেয়া হবে লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে। ভোরের আকাশ/মো.আ.
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৯ এএম
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে বিক্ষোভ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সকাল থেকে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ একাধিক সরকারি কার্যালয়ে প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের হরতাল সফল করতে এরই মধ্যে জেলা-উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম.এ সালাম এই চার দিনের কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন—বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। চার আসন ফিরিয়ে না দিলে আমরা রাজপথে থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেব।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয়।এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন মহল নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও তা উপেক্ষা করা হয়। অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনে এবং আসনের সীমানা নতুনভাবে নির্ধারণ করে।ইসির সিদ্ধান্তের প্রতিবাদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটি জানিয়েছে, বাগেরহাটবাসীর একটিই দাবি— চারটি সংসদীয় আসন অবিকল বহাল রাখতে হবে। তা না হলে আগামী দিনে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৮ পিএম
হরতালের দ্বিতীয় দিনেও অচল বাগেরহাট
বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন হরতালের সমর্থনকারীরা।সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও এক কথায় অকার্যকর হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ধরাটা না সেতুর দুপাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলাজুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এদিকে বুধবার সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতেও সড়কে আগুন জালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতালের সমর্থনকারীরা। যার ফলে রাতেও কোনোপ্রকার গাড়ি চলাচল করেনি। সাধারণ মানুষ জানান, রাতে সড়ক বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।ভোরের আকাশ/মো.আ.
১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮ এএম
মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক জেলেকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি শুকুর খান (৫২) কে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে। আটককৃত শুকুর খান মঠবাড়িয়া উপজেলার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে।র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ,বি তামান্না ট্রলারের জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) সহ আরও দু'জনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়ীক পার্টনার শুকুর খান সহ কয়েকজনকে আসামি করা হয়।র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৬ পিএম
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে চলছে হরতাল
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দুইদিনের হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল বাস্তবায়ন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।এদিকে সকাল ৮টা থেকে হরতালের সমর্থনে বিভিন্নস্থানে মিছিল শুরু করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সাড়ে ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। চারটি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত ৪টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণ মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে দাবি সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল।ভোরের আকাশ/তা.কা