চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৮:৫৭ পিএম
চট্টগ্রামে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত ১০
চট্টগ্রামে করোনায় শফিউল ইসলাম (৭৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছে ২৮ জন।
সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত করোনার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন তথ্য অনুসারে, করোনায় মৃত্যু হওয়া শফিউল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে একাধিকবার ডায়ালাইসিস করেন।
পরে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করে বাড়ি চলে যান। বাড়িতেই তিনি মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট ২৮ আক্রান্তের মধ্যে ২২ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে চট্টগ্রাম জেলার ১৭টি ল্যাবের পাঁচটিতে ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ারে ৩৪টি নমুনা পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩৬টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং এ মেট্রোপলিটন হাসপাতালে ৯টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
ভোরের আকাশ/জাআ