নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৫:৫৫ পিএম
নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার
দিনাজপুরের নবাবগঞ্জে ‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যšত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মারফিদুল ইসলাম (৩৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড়মাগুরা (পাকপাড়া) গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
মারফিদুল ইসলামের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা রয়েছে। সন্ত্রাসমূলক কর্মকান্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্র¯তুতি চলছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/এসআই