রাজশাহীতে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু কয়েছে। সরকারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। কৃষকরাদের আশা এবার তারা বেশ ভালো দাম পাবেন।
জানা গেছে, ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গাছ থেকে গুটি জাতেরআম নামাতে শুরু করেছে। এছাড়া ২২ মে থেকে গোপালভোগ আম। ২৫ মে থেকে লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ। ৩০ মে হিমসাগর ও খিরসাপাত। ১০ জুন ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো। ১৫ জুন আম্রপালী বা ফজলি। ৫ জুলাই আর বারি-৪। ১০ জুলাই আশ্বিনা। ১৫ জুলাই গৌড়মতি আম নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাজারে বৃহস্পতিবার থেকে আম বিক্রি শুরু করেছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার জানিয়েছে, আম চাষিদের সুরক্ষা ও বাজারজাতকরণে আমরা সক্রিয় ভূমিকা রাখছি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কৃষি বিভাগও মাঠ পর্যায়ে তদারকি করছে যাতে কোনো প্রকার কৃত্রিম রাসায়নিক ব্যবহার ছাড়াই পরিপক্ব আম বাজারে আসে।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
সাবিহা আক্তার বিথি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর এলাকার স্কুল দপ্তরী মর্জিনা আক্তারের এক মাত্র মেয়ে। ১২০ টাকায় পুলিশে চাকুরী পাওয়ায় বিথির দু চোখে আনন্দ অশ্রু যেন থামছে না।টাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে ৫০ জন পুলিশের চাকুরীতে প্রাথমিক নিশ্চিত হয়েছে। বুধবার (১৪ মে) রাতে টাঙ্গাইল পুলিশ লাইনের গ্রীলশেডে ফলাফল প্রকাশ করে পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় চাকুরী পাওয়া প্রার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।টাঙ্গাইলের মির্জাপুরের তরফপুর এলাকার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী মর্জিনা বেগমের মেয়ে সাবিহা আক্তার বিথি। স্বপ্ন বড় হয়ে পুলিশে জয়েন করবে। সেই স্বপ্ন নিয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করেছিলো পুলিশের রিক্রুট কনেস্টবলে। এরপর পর পর কয়েকটি ধাপ পার করে চুড়ান্ত তালিকায় উঠে আসে বিথি। বুধবার টাঙ্গাইলের পুলিশ লাইনের গ্রীল শেডে তার নাম চুড়ান্ত তালিকায় দেখে কান্নায় ভেঙ্গে পড়ে বিথি। বিথির মতো রাখী সূত্রধর ও অনান্য চাকুরী পাওয়ারাও আনন্দে আত্মহারা।পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একদম সচ্ছ ভাবে এবার পুলিশে নিয়োগ হয়েছে।এবার কোন কোঠা দ্বারা নিয়োগ হয়নি। সবাই বিনা কোঠায় নিয়োগ পেলো। এবার টাঙ্গাইলে ২৭ হাজার ৭১ জন আবেদন করেছিলো। এরপর ৫০ জনকে চুড়ান্ত করা হয়েছে। ভোরের আকাশ/এসআই
নওগাঁর মান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংস্থার সতীহাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সংস্থার পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের এইচআর এডমিন খালেদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, প্রোগ্রাম অফিসার মোল্লা আজাদুল হক, নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন, সতীহাট শাখাা ব্যবস্থাপক মামুনুর রশীদ, মান্দা উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ।উল্লেখ্য, ‘পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’ এর শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার মৈনম ইউনিয়নে শিশুদের নিয়ে ১৮টি স্কুল পরিচালিত হয়ে আসছে। এসব স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আজ বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়। ভোরের আকাশ/এসআই
বাগেরহাটের চিতলমারী উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৪ মে) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর বাগেরহাট জেলা শাখা থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে।১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির আহবায়ক হলো অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহরলাল সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক সন্দীপ বিশ্বাস ও সদস্য সচিব মানবেন্দ্র মজুমদারকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির বাকি যুগ্ম আহবায়ক সদস্যরা হলেন শাওন মজুমদার, কালীদাস রায়, কৃষ্ণ চন্দ্র মালাকার, মনি মোহন সরকার, শ্যামল বালা, বিধান গাইন, বিনয় কৃষ্ণ মন্ডল, নিউটন রানা, বাদল সাহা ও সুশান্ত বৈদ্য।ভোরের আকাশ/এসএইচ
পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো: মফিজুল ইসলাম বলেন, রাষ্ট্রের একটি টাকাও যেন নষ্ট না হয়, সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। অনুন্নত সব এলাকাকে দ্রুত উন্নয়নের আওতায় আনতে হবে। ইউনিয়ন পরিষদের কাজের মান বৃদ্ধি করতে হবে। নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।বৃহস্পতিবার (১৫ মে) পাবনার সাঁথিয়া উপজেলার সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সকল ওয়ার্ডের উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন কালে এ কথা বলেন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি আতাইকুলা থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও খোঁজখবর নেন।এসময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার ও ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ইউপি সদস্যরা যেন নিয়মের মধ্যে সঠিক নিয়মে বাস্তবায়ন করে। কাজের মানে ত্রুটি ও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। জনগণের কল্যাণ হয় ব্যাপক মানুষের উপকারে আসে এমন কাজ করতে হবে।তিনি বলেন, নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্রসহ যাবতীয় কাজে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। সবার সঙ্গে চমৎকার ব্যবহার করতে হবে। আর প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে রাস্তবায়ন করতে হবে। কাজে কোন অনিয়ম করা যাবে না। যেসব কর্মকর্তা বা ব্যক্তি ভালো কাজ করবে এদের পুরস্কার প্রদান করা হবে। আর অনিয়ম হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। সবাই যারযার জায়গা থেকে ভালো কাজ করবেন। উন্নত ও মডেল পাবনা বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন তিনি।এসময় তিনি গ্রামীন অবকাঠামো উন্নয়নে সার্বিক দিক নির্দেশনা দেন। কৃষকদের কাজ সহজ করতে মাঠের মধ্যে দিয়ে বৃহৎ বাজেটের রাস্তা নির্মানের চিন্তাভাবনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, সাঁথিয়া উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সাদিয়া সুলতানা, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম, সাঁথিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আর আতাইকুলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাবুল আক্তার, ইউনিয়ন সচিব সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।ভোরের আকাশ/এসআই