পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৬:১১ পিএম
অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমান আদালতের জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমান আদালত জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।
মো. জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ ও যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেস এর উপরে জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ঈদের আগে এবং ঈদপরবর্তীতেও চলমান থাকবে।
এসময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোরের আকাশ/জাআ