পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০৮:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ মাঠের পানি নিষ্কাশন নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চরমে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে কলেজ চত্বরে মারধরের শিকার হয়েছেন কলেজ চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হক।
গুরুতর আহত রেজাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মাইনুল ইসলাম রেজাকে ৮-১০ জন শিক্ষক ঘিরে রেখেছেন এবং দু’জন শিক্ষক তাকে মারধর করছেন। অভিযুক্তদের মধ্যে কলেজের শিক্ষক জাহিদ হাসান ও বেলাল হোসেনের নাম উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজ মাঠের বৃষ্টির পানি পার্শ্ববর্তী বাসিন্দা অ্যাডভোকেট নুর ইসলাম ও শামসুল হকের জমির উপর নির্মিত একটি ড্রেনের মাধ্যমে নিষ্কাশন হয়ে আসছিল। তবে সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ নিষ্কাশন ব্যবস্থা নিয়ে উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে শিক্ষক জাহিদ হাসান ও বেলালের সঙ্গে শামসুল হকের বাকবিতণ্ডা হয়। পরে ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা প্রতিবাদ করলে তাকে ঘিরে ধরে মারধর করা হয়, এতে তার নাকের হাড় ভেঙে যায়।
রেজার স্ত্রী বলেন, “আমার স্বামীকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছে। শিক্ষক বেলাল হোসেনের আগেও একটি নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হয়েছিল, তখন থেকেই আমার স্বামীর প্রতি তার ক্ষোভ ছিল।”
পাথরঘাটা কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, অভিযুক্ত দুই শিক্ষক অতীতে রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে নানা অপকর্মে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে নারী সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহিদ হাসান ফোন রিসিভ করেননি। অপরদিকে বেলাল হোসেন ফোন কেটে দিয়ে জানান তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোহসিন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে।”
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে স্থানীয়ভাবে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।”
ভোরের আকাশ/জাআ