রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৪:৪২ পিএম
আহলাদিপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে এক কেজি গাঁজাসহ যাত্রী গ্রেপ্তার
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ শাহজাহান মল্লিক (৫৪) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গা বেড়িবাঁধ এলাকার মৃত সলিমুদ্দিন মল্লিকের ছেলে।
শুক্রবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার সামনের মহাসড়কে স্থাপিত চেকপোস্টে ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় শাহজাহান মল্লিকের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া গাঁজা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/জাআ