মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৬:১৩ পিএম
বরিশালে আরআরএফ’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রবিবার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত হলো জুন মাসের মাসিক কল্যাণ সভা।
বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আব্দুস সালাম রিমন।
সভার সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন কনস্টেবল মাহমুদুল হাসান। পরে হিন্দু ধর্মীয় প্রার্থনা হিসেবে গীতা পাঠ করেন এএসআই (সশস্ত্র) শ্রী মুকুল বালা। ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় কমান্ড্যান্ট মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অভ্যন্তরীণ বিষয়াবলি মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি টি.এ বিল, ছুটি অনুমোদন, আবাসন সংকট, মেসের খাবারের মান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।
এছাড়াও সভায় বিভিন্ন ক্যাম্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় কমান্ড্যান্ট এর পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোঃ নূরে আলম, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন, আরআই শ্রী মুকুল কুমার ঘোষসহ আরআরএফ বরিশালের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, অফিসার এবং ফোর্স সদস্যরা।
সভাটি শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়।
ভোরের আকাশ/জাআ