ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৯:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নকল শিশুখাদ্য কারখানায় র্যাব-ভোক্তার অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় নকল চিপস ও জুস কারখানায় র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে আদিয়ত ফুড প্রডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ৭০ কেজি নকল ও অস্বাস্থ্যকর খাদ্য ধ্বংস করা হয়।
সোমবার (২জুন) বিকাল ৪টায় সদর উপজেলার নন্দনপুরে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স সদর উপজেলার নন্দনপুরে এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নন্দনপুর কলা মুড়ি নামক স্থানে অত্যন্ত গোপনে বিভিন্ন কোম্পানির নামে চিপস, জুস, চানাচুর, লজেন্সসহ বিভিন্ন শিশুখাদ্য অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় নিয়মবহির্ভূত উপায়ে প্রস্তুত করা হচ্ছে।
এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আনুমানিক ৭০ কেজি অস্বাস্থ্যকর খাবার ও অযোগ্য শিশু খাদ্য ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা হবে না- মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর অভিযানে সহযোগিতা করেন।
ভোরের আকাশ/জাআ