বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:২০ এএম
ইয়াবাসহ বগুড়ায় তিন পুলিশ ও একজন আনসার সদস্য গ্রেপ্তার
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ইয়াবা কেনাবেচার সময় তিন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় আরেক পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাতমাথায় হোটেল একাত্তরের সামনে অভিযান চালিয়ে প্রথম দফায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদরের ট্রাফিক কনস্টেবল মো. সাখাওয়াত হোসেন, রাজশাহী জেলার কনস্টেবল মো. আব্দুল ওয়াহাব, আনসার সদস্য মো. আবু সুফিয়ান এবং পরবর্তীতে গ্রেপ্তার হওয়া বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মো. আব্দুল আলিম।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) কুদ্দুস। অভিযানে আবু সুফিয়ানের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, এর কিছুক্ষণ আগেই এক ব্যক্তি তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা কিনেছেন।
পরে প্রযুক্তির সহায়তায় ওই ক্রেতার নম্বর শনাক্ত করে অভিযান চালানো হয় এবং তাকেও ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, তিনিও একজন পুলিশ সদস্য।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ//হ.র