গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০৬:৪১ পিএম
নৃশংস হত্যাকাণ্ডে নিহত পত্রিকা বিক্রেতা আনিছুরের পরিবারকে অর্থ সহায়তা
গাইবান্ধা সদর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিছুর রহমান ঠান্ডার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (০৪ মে) দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামে নিহত ঠান্ডার পরিবারের মাঝে গাইবান্ধা জেলা বারের আইনজীবীরা এবং সমাজসেবক ও মানবাধিকার কর্মীরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নিহত ঠান্ডার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সমাজসেবক ও মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, এ্যাড. ফারুক কবীর, এ্যাড. মোহাম্মদ আলী , এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, সমাজকর্মী হাসান মাসুম, দ্বীপন প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিছুর রহমান ঠান্ডা (৩৭) নিহত হন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা। হত্যাকান্ডের ঘটনায় মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
ভোরের আকাশ/সু