কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২২ পিএম
ছবি: ভোরের আকাশ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, ইউনিয়ন চলবে গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্রের বাইরের কোন কিছু সুযোগ নেই। তবে যারা গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।
বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতার মুল ভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনোই মিথ্যা বা পক্ষ দুষ্ট খবর প্রচার করে না।সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকে খবর পরিবেশন করাই হচ্ছে একজন সাংবাদিকের মুল কাজ। একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা।
তিনি বলেন, ‘গনমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস যোগ্যতা। যে গনমাধ্যমের বিশ্বাসযাগ্যতা যত বেশি। দর্শক শ্রোতা এবং পাঠকদের কাছে তার গ্রহন যোগ্যতা হয় অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিক কোনো দলের নন, কারো স্বার্থের নন, এমনকি দল-মতের ঊর্ধ্বে থেকে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এটাই প্রকৃত সাংবাদিকের কাজ।’
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় অতিথির বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
আরো বক্তব্য রাখেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখ, সাংবাদিক সিহাব উদ্দিন, জিহাদ উদ্দিন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু।
ভোরের আকাশ/এসএইচ