আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দাবি

আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৫ দিন আগে

আপডেট : ৩ ঘন্টা আগে

আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দাবি

আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দাবি

চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল আমতলী-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন স্থানে নির্মাণ দক্ষিণাঞ্চলের ২০ লক্ষাধিক মানুষের সময়ের দাবি। এখানে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা, বরগুনা জেলা বিএনপির সদস্য, সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীন আবেদন করেছেন।
জানা গেছে, বাংলাদেশে সর্বদক্ষিণের বঙ্গোপসাগর উপকূলীয় জেলা পটুয়াখালী ও বরগুনা। প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, খরা, নদীভাঙন, দুর্ভিক্ষ ইত্যাদির সঙ্গে সংগ্রাম করে এ দুই জেলার মানুষের বসবাস করতে হয়।
ভৌগোলিক অবস্থানের কারণে সাগর উপকূল ও নদীনালায় বেষ্টিত এই অঞ্চলে ঘূর্ণিঝড় ও সামুদ্রিক প্লাবনের প্রকোপ অত্যন্ত বেশি। উন্নত হাসপাতাল না থাকায় প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ সুচিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করছে।
বৃহত্তর বরগুনা-পটুয়াখালী জেলার মানুষ বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হলেও আজও এ জেলা দুটিতে উন্নত স্বাস্থ্যসেবায় উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। ফলে বৃদ্ধ মা-বাবা, গর্ভবতী নারীসহ অনেকে সুচিকিৎসার অভাবে প্রসব যন্ত্রণায় মারা যাচ্ছে। বঙ্গোপসাগর ঘেঁষা বরগুনা-পটুয়াখালী জেলার ১৪টি উপজেলায় প্রায় ৫৫ লাখ মানুষের বসবাস।
চায়না-বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর হওয়ায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক (চায়না পাওয়ার কোল- পায়রা) তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বরগুনার তালতলী উপজেলায় ৩২৫ মেগাওয়াটের চায়না পাওয়ার কোল- তালতলী-বরিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যমান। বর্তমানে এসব পাওয়ার প্ল্যান্টে হাজার হাজার চায়না নাগরিকের বসবাস।
এছাড়াও বরগুনা-পটুয়াখালী জেলায় সরকারের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান বিদ্যমান: পটুয়াখালী-বরিশাল সেনানিবাস, পায়রা গভীর সমুদ্রবন্দর, শের-ই-বাংলা নেভাল একাডেমি, কোস্টগার্ড একাডেমি, ৭০.৫০ বর্গকিমি কুয়াকাটা সমুদ্রসৈকত, হোটেল-মোটেল জোন, নারিকেল বাগান, রাখাইন পল্লী, বৌদ্ধ বিহার, মোহনা পর্যটনকেন্দ্র, ছনবুনিয়া অভয়ারণ্য, শুভসন্ধ্যা ও টেংরাগিরি সৈকত, নিলীমা পয়েন্ট, বিহঙ্গ দ্বীপ, লালদিয়া বন, হরিণঘাটা বন, মুক্তিযুদ্ধ স্মৃতি সপ্তর্ষি ইত্যাদি।
এই অঞ্চলে দেশি-বিদেশি হাজার হাজার নাগরিক নিয়মিত কাজ করেন এবং লাখো পর্যটক প্রতিদিন দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে আসেন। এ সকল মানুষের উন্নত স্বাস্থ্যসেবায় একটি আধুনিক হাসপাতাল জরুরি।
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্যাকেজের আওতায় বরগুনার আমতলী উপজেলায় এই হাসপাতাল নির্মাণ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষের সময়োপযোগী দাবি। এটি নির্মিত হলে চায়নাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজান ও উন্নয়নকর্মী ফয়সাল বারী বলেন, উপকূলীয় অঞ্চলে উন্নত মানের হাসপাতাল নেই। ফলে লাখো প্রান্তিক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবি জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক মনোনয়নপ্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলাগুলোর মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই আমতলী-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন স্থানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ অতীব প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি এবং মুখ্য সচিবকে অবহিত করেছি। আশা করি, দক্ষিণাঞ্চলের মানুষের দাবি বাস্তবায়ন হবে।
আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপকূলীয় কয়েকটি জেলার সঙ্গে আমতলীর উন্নত যোগাযোগব্যবস্থা রয়েছে। এখানে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হলে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।

ভোরের আকাশ/সু
 

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

মানিকগঞ্জে হত্যা মামলায়  একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৩৬ টন জিরা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৩৬ টন জিরা

মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯ জন

মন্তব্য করুন