শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:২৬ পিএম
শিবচরে অটো পার্টস দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই
মাদারীপুর জেলার শিবচরের বাহাদুরপুর মোড়ের জুলহাস মুন্সী অটো পার্টস এর গ্যারেজে আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার দিবাগত-রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বাহাদুরপুর মোড়ের ‘জুলহাস মুন্সী অটো পার্টস’ নামে একটি ভ্যান গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্হানীয়রা ধারণা করছে, রাতে অটো ভ্যান চার্জে ছিল হয়তো চার্জের ব্যাটারী গরম হয়ে বিদ্যুৎতের লাইনে আগুনের সূত্রপাত ঘটেছে।এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে কয়লা হয়েছে।
এসময় তারা ধারনা করে, কারেন্টের লাইন থেকেই এই আগুন লাগে। ওই দোকানের ভিতরে প্রায় ১০/১২টি অটো ভ্যানগাড়ী চার্জে ছিল।
দোকান মালিক জুলহাস মুন্সী বলেন, রাতে কারেন্টের লাইনে ভ্যান চার্জে ছিল। আগুন লেগে আমার সবকিছু পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার অটো পার্টসের মালামাল পুড়ে ছাই হয়েছে।এই ব্যাবসা আমি আজ প্রায় ২৫ বছর ধরে করে আসছি। জুলহাস মুন্সী পাঁচ্চর ইউনিয়নের ব্যাঙচোরা এলাকার খালেক মুন্সীর ছেলে বলে জানতে পারি।
এব্যাপারে শিবচর ফায়ার সার্ভিস কতৃপক্ষ বলেন,মঙ্গলবার দিনগত রাত ২ টার সময় বাহাদুর পুরের একটি অটো পার্টস এর দোকানে আগুন লাগার খবর পাই।সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ধারনা করা হচ্ছে,অটো ভ্যান চার্জে থাকায় অতিরিক্ত লোডের কারনে বিদ্যুৎ লাইন থেকেই এমন ঘটনা ঘটেছে।
ভোরের আকাশ/আজাসা