চট্টগ্রামে মিমি সুপার মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে নগরীর অভিজাত শপিংমল মিমি সুপার মাকের্টের ৫ প্রতিষ্ঠানকে ভোক্তাবিরোধী অপরাধে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আড়ংকে কাগজপত্র দেখাতে একদিনের সময় দেওয়া হয়েছে।
শনিবার (২২ মার্চ) নগরের মিমি সুপার মার্কেটে চালানো অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
জানা যায়, অভিযানে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ক্রয় ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটের ‘ইলি’ নামক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা, একই অপরাধে ‘আকর্ষণ’ নামের প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, অননুমোদিত প্রসাধনী রাখায় মিসেস সাথী স্টোরকে ৮ হাজার টাকা, ইফতার বাজারে ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ ও দুগ্ধজাত খাদ্যের মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, দেশি পোশাক বিদেশি বলে বেশি দামে বিক্রি, ক্রয় ভাউচার না রাখা এবং অনুমোদিত প্রসাধনী বিক্রিসহ বিভিন্ন অপরাধে মিমি সুপার মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি বলেন, আড়ংয়ের শোরুমে বেশি দামে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে এসবের ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আমাদের কাছে একদিনের সময় চেয়েছেন। আজ রোববার ডকুমেন্ট নিয়ে অফিসে আসার কথা ছিল। সেই কারণে গতকাল শনিবার তাদের জরিমানা না করে সময় দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসকে চাঁদাবাজির প্রতিবাদ করায় হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি সোলার প্যানেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাতব্বররা কোনো লিখিত অভিযোগ ছাড়াই নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত দেন। এই অনিয়মের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস প্রতিবাদ জানিয়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন।এর জেরে শনিবার রাতে একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাধা দেয় বলেও অভিযোগ করেছেন তার স্বজনরা।পরিবারের দাবি, চাঁদাবাজ চক্রের প্রধান উসমান মণ্ডল ও তার সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত। এর আগেও তারা কৃষক আরিফ মণ্ডল ও তার পরিবারের ওপর একই ধরনের হামলা চালিয়েছিল।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, "ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ওপর হামলার খবর পেয়েছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ভোরের আকাশ//হ.র
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে ঝড়ের সময় পুরোনো একটি প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং বেসরকারি ব্র্যাক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার সময় বিথি বাড়ির টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পাশে থাকা একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রাচীর ভেঙে পড়ে তার ওপর।প্রচণ্ড শব্দে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বিথিকে উদ্ধার করে দ্রুত বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানিয়েছেন, প্রাচীরটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেটি ভেঙে ফেলার প্রয়োজন ছিল আগেই। কিন্তু অবহেলার কারণে সেই ব্যবস্থা নেওয়া হয়নি।এই মর্মান্তিক ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশু বিথির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।ভোরের আকাশ//হ.র
প্রবীণ রাজনীতীবিদ ও বরেণ্য শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়ার প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষ্য বুধবার (২১ মে) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আতাউর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে আতাউর রহমান ভূঁইয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ।স্বচ্ছ রাজনীতি চর্চা ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা বিএনপির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারকে সম্মাননা ক্রেস্ট এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরকারকে মরণোত্তর ক্রেস্ট এবং শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য প্রফেসর নূর জাহান বেগম এবং ভাষ্কর প্রয়াত ফনীদাসকে মরণোত্তর ক্রেস্ট প্রদান করা হয়েছে।এছাড়া, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন ও ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রয়াত বরেণ্য শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আতাউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল ও আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদের আহ্বায়ক প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া, ড. রিয়াজ হাসান খন্দকার, ঐক্যন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, প্রিন্সিপাল আমজাদ হোসেন, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদীর খবরের সম্পাদক প্রফেসর সেতারা বেগম, সুজনের সেক্রেটারি হলধর দাস প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আতাউর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব দেলোয়ার হোসেন ভূইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোতাহার হোসেন অনিক।ভোরের আকাশ/এসআই
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনজনকে জেল দিয়েছে।বুধবার (২১ মে) বিকালে উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর নামক মধুমতি ও তালেরশ্বর নদীতে এই অভিযান চালানো হয়।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযুক্তরা হলেন কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. শাজাহান শেখ এর ছেলে মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে মো. জাবের শেখ (২৭)।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, যারা বালু মহল ইজারা নেয় তাদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। কিন্তু আমাদের নাজিরপুর উপজেলার বালুমহলের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। এই তিনজন ব্যক্তি আমাদের সীমানার বাইরে গিয়ে বালু এবং ৪ ( ঘ ) আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই তিনজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। তা ছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতি ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।ভোরের আকাশ/জাআ