রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বোমা হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ মে) সকালে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জুলাই বিকেলে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী দাবিতে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অবস্থান নেন।
এ সময় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয়, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে ৩০ আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।
ওসি মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল মামুন আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন।শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি- ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, শনিবার সকালে পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলায় এলাকায় পৌঁছলে ওপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলুল গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিন জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন পরে চিকিৎসাধীণ আবস্থায় রিয়েল মারা যায়।যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভোরের আকাশ/এসআই
জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (২৪ মে) অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আসগার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ।কবিতা আবৃত্তি করে ইংরেজি বিভাগের প্রভাষক ইফফাত আরা, বাংলা বিভাগের প্রভাষক মাহবুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী।ভোরের আকাশ/এসআই
ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও ‘ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপণা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়’ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এ স্লোগানে এতে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এই মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ২৫ মে রোববার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হবে। মেলায় থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনারের আয়োজন। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে জেলা প্রশাসনের এবং উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে ৬টি স্টল। যেখানে জেলা ও উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে।এছাড়াও দেশের যে কোনো প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনায় জনগণের সরাসরি অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা আরও সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন-এমনটাই প্রেস কনফারেন্সে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। ভোরের আকাশ/এসআই
ফরিদপুরে এন সি পি (জাতীয় নাগরিক পার্টির) উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) বেলা তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে এনসিপির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক কমিটি ফরিদপুরের সদস্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দদের সাথে এ উপলক্ষে ‘জনতার সংলাপ’ অনুষ্ঠিত হয়।এনসিপি ফরিদপুর জেলা তত্ত্বাবধায়কয়ের পক্ষে সৈয়দা নীলিমা দোলা ও মোঃ তৌহিদ আহমেদ আশিকের নেতৃত্বে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ দের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চল তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর রহমান, সংগঠক মোঃ রাকিব হোসেন।এসময় বক্তারা বলেন, এনসিপি দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে৷ তাই সাধারণ জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপি সারাদেশজুড়ে কাজ করে যাবে৷ আর এনসিপি কখনো ফ্যাসিস্ট স্বৈরাচার ও তাদের দোসরদের পুনর্বাসনের জায়গা হবেনা৷বক্তারা আরও বলেন , ফরিদপুর বিভাগ ছিল আওয়ামীলীগের ঘাটি৷ বিরোধী মতাদর্শ পালনকারীদের জুলুম-নির্যাতনের মাধ্যমে কোনঠাসা করে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার প্রচার করেছিল, তাদের সময়ে নারীরা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ কিন্তু বাস্তবে সেটা মিথ্যা ছিল৷ কিন্তু এনসিপি জনগণকে ধোকা দেবেনা৷ আর এনসিপিতে কখনো ফ্যাসিস্টের দোসরদের জায়গা হবেনা৷ এনসিপি নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রতি তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন, যেমন- ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করা, জুলাই সনদ ঘোষণা করা, সংস্কার করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেয়া।ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফ খান, সদস্য সচিব মোঃ সোহেল রানা। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসআই