বালিয়াকান্দিতে গণঅধিকার পরিষদ নেতা জাহিদ শেখের নির্বাচনী গণসংযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঢাকা তেজগাঁও থানা গণঅধিকার পরিষদ সভাপতি ও রাজবাড়ী ২ (পাংশা কালুখালী বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ এর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বালিয়াকান্দি বাজারে সংসদ সদস্য পদপ্রার্থী গণঅধিকার পরিষদ নেতা ইঞ্জি. জাহিদ শেখ দলীয় প্রতীক (ট্রাক) এর পক্ষে গণসংযোগ ও লিফটের বিতরণ করেন।এসময় তিনি বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে আমরা নতুন দেশ গাড়ার সুযোগ পেয়েছি। আগামীতে তরুনদের হাত ধরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এ দেশ উন্নয়ন এর শিখরে পৌঁছাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই রাজবাড়ী ২ আসন থেকে আমি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দীতা করবো। প্রশ্ন বিজয়ী হলে নির্বাচনী এলাকায় কি করবেন? আমি বিজয়ী হলে রাজবাড়ী জেলাতে উন্নত শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবো, বেকারদের কর্মসংস্থা সৃষ্টি ও মাদক নির্মুলে কর্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।গণসংযোগে যেখানেই যাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষের স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি তারা পরিবর্তনের পক্ষে আশা করছি আগামী নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সবেক সহ সভাপতি রকিবুল হাসান রাকিব, কালুখালী উপজেলা ছাত্র অধিকার সভাপতি মো. ওবায়দুর রহমান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রঅধিকার সভাপতি কাজি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শারাফত ইসলাম অনিক সহ অন্যান্য নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৩ পিএম
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।নিহতরা হলেন, কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামুখী সবজিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। পরে খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।পথিমধ্যে রাজবাড়ীর কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯ পিএম
রাজবাড়ীতে ইজিবাইক পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইজিবাইক খাদে পড়ে আরিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আরিফ ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে।বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তী তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।স্থানীয়দের সূত্রে জানা যায়, তারাপুর গোরস্তান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামাণিকের একটি বিচেলী (খর) বিক্রয়কারী দোকান রয়েছে।সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খর) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিল।অটো চালক অটোর স্ট্রাট অফ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি অটোতে উঠে স্ট্রাট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে গিয়ে উলটে পড়ে। অটো পড়ে যেতে দেখে চালক সহ স্থানীয়রা দ্রুত এসে অটাটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুঁজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ/মো.আ.
রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আলি মিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল, উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট এর সদস্য সচিব শান্ত সিংহ, বহরপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাস চন্দ্র দাস প্রমুখ।মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, এদেশ আপনার আমার সবার এখানে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে শারদীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির পক্ষ থেকে আমি সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই।আমাদের দল বিএনপির আপনাদের পাশে আছে আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন আমরা আপনাদের পাশে আছি।উপজেলার ৭টি ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে তারা সব সময় আপনাদের পাশে থাকবে। এসময় বিএনপি ও মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৯ পিএম
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মণ্ডলের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রবিউল ইসলাম। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।এ বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চললাম।ভোরের আকাশ/মো.আ.
১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ পিএম
গোয়ালন্দে নুরাল দরবারে হামলার ঘটনায় ইমামসহ গ্রেপ্তার ১৮
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় মসজিদের ইমামসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে আজ সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া মাজার ভাঙা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে একটি মামলা দায়ের করেছেন।উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪ পিএম
‘বেপরোয়া’ বাইক চালিয়ে প্রাণ গেল ২ যুবকের
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১ জন।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি।দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। এটা যেন সম্পূর্ণ আগের জায়গায় যেন নিয়ে আসতে পারি, সে চেষ্টা করব।রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।তদন্তের স্বচ্ছতা প্রসঙ্গে করা এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের পরই কেবল দোষী নির্ধারণ করা যাবে। আগে থেকেই কাউকে সরিয়ে দিলে তা তদন্তের গুরুত্ব হারাবে। সঠিক তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ নির্দোষ হয় তাহলে তো তার অ্যাগেইনস্ট কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বলব যে সেই দোষী।এসব পরিস্থিতিতে নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সে সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে চলে যাবে তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। তারা ভোট কেন্দ্রের দিকে যেতে পারবে না।ভোরের আকাশ/এসএইচ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৩ পিএম
রাজবাড়ীতে নুরুল পাগলের মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, শাফিন সরদার, এনামুল হক জনি ও কাজী অপু।এর আগে, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।স্থানীয়রা জানান, ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরের ১০-১২ উঁচু একটি স্থাপনা নির্মাণ করা হয় যা সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের কেবলা কাবা শরীফে মত দেখতে। তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা।এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। পরে তারা দরবারে হামলা চালান এবং দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের কবর ভেঙে দেন। সেই সাথে কবর থেকে মরদেহ উত্তোলন করে তা পুড়িয়েও দেন তৌহিদি জনতা।ভোরের আকাশ/মো.আ.
০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২ পিএম
নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সাড়ে ৩ হাজারজনকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গতকালকের ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গতকাল বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দের নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তখন পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।ভোরের আকাশ/এসএইচ
০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ এএম
রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, “এই অমানবিক ও ঘৃণ্য ঘটনা আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।” এতে আরও বলা হয়, “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা—জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পর—অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।”সরকার জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়মুক্তি পাবে না। বিচারের মুখোমুখি করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিবৃতিতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য। পাশাপাশি ন্যায়বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ভোরের আকাশ/হ.র